তবলার মাধ্যমে সারা বিশ্বের মন জয় করে নিয়েছেন উস্তাদ জাকির হুসেন। তিনি অসুস্থ হয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের হাসপাতালে ভর্তি ছিলেন। বিভিন্ন মহল থেকে তাঁর জন্য প্রার্থনা করা হচ্ছিল। কিন্তু তাতে কোনও ফল হল না।
প্রয়াত বিশ্ববরেণ্য তবলা বাদক উস্তাদ জাকির হুসেন। তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর। হৃদযন্ত্র ও ফুসফুসের সমস্যা নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের স্যান ফ্রান্সিসকোর এক হাসপাতালে ভর্তি হন এই শিল্পী। তাঁকে আইসিইউ-তে রাখা হয়েছিল। সেখানেই তিনি প্রয়াত হয়েছেন। ১৯৫১ সালের ৯ মার্চ মুম্বইয়ে এই শিল্পীর জন্ম হয়। তবলা বাদক হিসেবে তিনি সারা বিশ্বে জনপ্রিয় হয়ে ওঠেন। রবিবার তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। তাঁর পরিবারের পক্ষ থেকে হাসপাতালে ভর্তি করার খবর জানানো হয়েছিল। অবস্থা যে অত্যন্ত সঙ্কটজনক, সে কথাও জানানো হয়েছিল। এই খবর জানার পর বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা অনুরাগীরা প্রার্থনা শুরু করেন। কিন্তু সবার প্রার্থনাই বিফলে গেল।
সঙ্গীত পরিবারের সন্তান
উস্তাদ জাকির হুসেনের বাবা কিংবদন্তি তবলা বাদক উস্তাদ আল্লা রাখা। এই শিল্পী সম্প্রতি অসুস্থ হয়ে পড়েন। তাঁর একাধিক অনুষ্ঠান বাতিল করা হয়। তখনই তাঁর শারীরিক অবস্থা নিয়ে আশঙ্কা তৈরি হয়েছিল। পরিবার-পরিজন, শুভানুধ্যায়ী, অনুরাগীরা উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন। শেষপর্যন্ত সবার আশঙ্কাই সত্যি হল।
গ্র্যামি পুরস্কার পেয়েছেন
১৯৮৮ সালে পদ্মশ্রী সম্মান পান উস্তাদ জাকির হুসেন। ২০০২ সালে তিনি পদ্মভূষণ সম্মান পান। এরপর২০২৩ সালে তাঁকে পদ্মবিভূষণ সম্মান জানানো হয়। এ বছরের ৪ ফেব্রুয়ারি ৬৬-তম অ্যানুয়াল গ্র্যামি অ্যাওয়ার্ডসে তিনটি বিভাগে পুরস্কার পান এই শিল্পী। সারাজীবনে অনেক সম্মান, পুরস্কার পেয়েছেন উস্তাদ জাকির হুসেন। তবে তাঁর সবচেয়ে বড় প্রাপ্তি হল ভালোবাসা। কোটি কোটি মানুষের কাছে শ্রদ্ধার পাত্র হয়ে ওঠেন এই শিল্পী। তাঁর প্রয়াণ সঙ্গীত জগতের পক্ষে বিশাল ক্ষতি। সঙ্গীত জগতে বিরাট শূন্যতা তৈরি হল। তবে এই শিল্পী যে উত্তরাধিকার রেখে গেলেন, তা চিরস্মরণীয় হয়ে থাকবে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
তবলা বাদক পণ্ডিত শুভঙ্কর বন্দ্যোপাধ্যায়কে শ্রদ্ধার্ঘ্য, আয়োজিত মিউজিক্যাল কনসার্ট
Pandit Shubhankar Banerjee - অকালে কেড়ে নিল করোনা, প্রয়াত তবলা ওস্তাদ শুভঙ্কর বন্দ্যোপাধ্যায়