রাহুল গান্ধীকে সাজা দেওয়া বিচারকের জিভ কেটে নেওয়ার হুমকি, কংগ্রেসকে চড়া সুরে আক্রমণ রাজীব চন্দ্রশেখরের

Published : Apr 08, 2023, 05:57 PM IST
Rajeev Chandrasekhar

সংক্ষিপ্ত

বিচারকের জিভ কেটে নেওয়ার হুমকি কংগ্রেস নেতার। পাল্টা সুর চড়িয়ে রাহুল গান্ধীর সঙ্গেই কংগ্রেসকে আক্রমণ রাজীব চন্দ্রশেখরের। 

 

চার বছর পুরনো মানহানি মামলায় রাহুল গান্ধীকে দুই বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছিল সুরাটের আদালত। আর সেই কারণেই নিয়ম অনুযায়ী খারিজ হয়ে গেছে কংগ্রেস নেতার সাংসদ পদ। তারপর থেকেই বিষয়টি নিয়ে দেশজোড়া আন্দোলনে নেমেছে কংগ্রেস। তেমনই একটি আন্দোলনে বিতর্কিত মন্তব্য করলেন এক কংগ্রেস নেতা । যা নিয়ে নতুন করে তোলপাড় শুরু হয়েছে। কংগ্রেসের নেতার মন্তব্যের তীব্র সমালোচনা করেছে বিজেপি। বিজেপির দুই কেন্দ্রীয় মন্ত্রীর কথায় এটাই কংগ্রেসের সংস্কৃতি।

কংগ্রেস নেতার মন্তব্যঃ

তামিল নাড়ুর ডিন্ডিগুল জেলার কংগ্রেস সভাপতি মনিকন্দন রাহুল গান্ধী ইস্যুতে গত ৬ এপ্রিল বিক্ষোভে সামিল হয়েছিলেন। তিনি বলেছিলেন, 'যখন আমরা ক্ষমতায় আসব কখন আমরা সেই বিচারকের জিহ্বা কেটে ফেলব যিনি আমাদের নেতা রাহুল গান্ধীকে জেলে পাঠানোর রায় দিয়েছিলেন। ' অর্থাৎ কংগ্রেস নেতার আক্রমণের নিশানায় বিজেপি বা কোনও রাজনৈতিক দল নয়। তিনি সরাসরি দেশের বিচার ব্যবস্থাকেই আক্রমণ করেছেন রাহুল গান্ধীকে সাজা দেওয়ার জন্য। সুরাটের চিফ জুডিশিয়ার ম্যাজিস্ট্রেট এইচএইচ ভার্মা ২০১৯ সালের পুরনো মানহানি মামলায় রাহুল গান্ধীকে দুই বছরের সাজা দিয়েছিলেন। পাশাপাশি তাঁকে উচ্চ আদালতের এই রায়কে চ্যালেঞ্জ করারও অনুমতি দিয়েছিলেন।

যাইহোক কংগ্রেস নেতার এই মন্তব্যের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু ও কেন্দ্রীয় মন্ত্রী রাজীব চন্দ্রশেখর।

রাজীব চন্দ্রশেখরের মন্তব্যঃ

রাজীব চন্দ্রশেখর সোশ্যাল মিডিয়ায় কংগ্রেসের নেতার ভিডিও পোস্ট করেছেন। পাশাপাশি তিনি কংগ্রেসের তীব্র সমালোচনা করেছেনয়। তিনি বলেছেন, এটাই কংগ্রেস পার্টির বর্তমান। এই দলের নেতাদের আচরণ রাষ্ট্রনায়কের মত। এটি একটি লুম্পেনদের দল। তামিলনাড়ু রাজ্য পার্টির সভাপতি রাহুল গান্ধীর মতই মিথ্যাবাদী।

তিনি আরও বলেছেন, এটি এমনই একটি দল যেখানে এর নির্লজ্জ নেতারা দেশে হোক বা বিদেশে ভারতের গণতন্ত্র বাঁচাও বাঁচাও বলে চিৎকার করে। আর সেই দলের কর্মীরা বিচাকরের জিভ কাটতে চায়।

রাজীব চন্দ্রশেখরের মতে কংগ্রেসের আচরণ পাকিস্তান বা চিনের মত কিছু শাংগ্রিলাতে ভাল হতে পারে। এমন একটি ব্যবস্থার কিছু উজ্জ্বল উদাহরণ হল এটাই যেখানে নেতাদের জিহ্বা কাটার হুমকি দেয় এক বিচাররককে।

 

 

কিরেন রিজিজুর মন্তব্যঃ

বিজেপি নেতা তথা আইনমন্ত্রী কিরেন রিজিজু বলেছেন, বিচার ব্যবস্থাকে হুমকি দেওয়ার ঘটনা এটাই প্রথমবার নয়। এর আগেও কংগ্রেস বিচারব্যবস্থাকে হুমকি দিয়েছিল। তিনি জরুরি অবস্থার কথা মনে করিয়ে দিয়েছেন। বলেছেন, সেই সময়ও কংগ্রেস বিচারব্যবস্থাকে আক্রমণ করেছিল। এটা হতাশার কারণ থেকে বলেও দাবি করেন তিনি। পাশাপাশি বলেন বিজেপি বা কেন্দ্রীয় সরকার সর্বদা বিচারব্যবস্থার ওপর আস্থাশীল।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

বিএলও-দের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন সুপ্রিম কোর্ট, রাজ্য সরকারকে কড়া নির্দেশ শীর্ষ আদালতের
বন্দে মাতরম সম্পাদনা কি দেশভাগের কারণ? অমিত শাহের মন্তব্যে তোলপাড়