তিন বেলা বিনামূল্য়ে খাবার বিলি, সাফাইকর্মীদের জন্য প্রকল্পের বন্যা রাজ্য সরকারের

Published : Oct 23, 2025, 09:22 PM IST
Sanitation worker

সংক্ষিপ্ত

তামিলনাড়ু সরকার সাইফকর্মীদের বিনামূল্যে খাবার দেওয়ার জন্য অর্থবরাদ্দ করেছে। এই প্রকল্প প্রথমে শুধুমাত্র গ্রেটার চেন্নাই কর্পোরেশনের অধীনে সীমাবদ্ধ থাকবে। 

সাফাই কর্মদের জীবনযাত্রার মান উন্নয়নের জন্য একগুচ্ছ কল্যাণমূলক প্রকল্প গ্রহণ করেছে তামিলনাড়ু সরকার। এবার থেকে তামিলনাড়ু সরকার সাফাইকর্মীদের বিনামূল্য খাবার দেবে। এছাড়াও রয়েছে একাধিক পদক্ষেপ। সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী স্ট্যালিন সরকার প্রতিদিন সাফাইকর্মীদের বিনামূল্যে প্রাতঃরাশ, মধ্যাহ্নভোজন ও রাতের খাবার দেবে।

তামিলনাড়ু সরকার সাফাইকর্মীদের বিনামূল্যে খাবার দেবে

  • তামিলনাড়ু সরকার সাইফকর্মীদের বিনামূল্যে খাবার দেওয়ার জন্য অর্থবরাদ্দ করেছে। এই প্রকল্প প্রথমে শুধুমাত্র গ্রেটার চেন্নাই কর্পোরেশনের অধীনে সীমাবদ্ধ থাকবে। ধীরে ধীরে তা অন্যত্র ছড়িয়ে দেওয়া হবে। সাফাইকর্মীদের জীবনযাত্রার মান উন্নয়নের জন্যই এই পদক্ষেপ করা হয়েছে। এই উদ্যোগ পৌর প্রশাসন ও জল সরবরাহ বিভাগের কর্তাদের অধীনে থাকবে।
  • অগস্টের মাঝামাঝি মুখ্যমন্ত্রী স্ট্যালিনের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এই কল্যাণকর প্রকল্পের কথা ঘোষণা করেছিলেন। অন্যান্য পদক্ষেপের মধ্যে রয়েছে, বর্জ্য পদার্থের ত্রমাগত সংস্পর্শে আসান কারণে সাফাইকর্মীদের যে ত্বকের সমস্যা গত য়া মোকাবিলা করার জন্য বিশেষ কর্মসূচি চালু করা।
  • সামাজিক নিরাপত্তা ও আর্থিক সাহায্য নিশ্চিত করার জন্য সরকার কর্মরত অবস্থায় মৃত সাফাইকর্মীদের পরিবারকে ১০ লক্ষ টাকা ক্ষতিপুরণ দেবে।
  • স্বনির্ভর হতে ইচ্ছুক এমন সাফাইকর্মীরা সাড়ে তিন লক্ষ টাকা পর্যন্ত ভর্তুকি পাবেন। এরজন্য ১০ কোটি টাকা বরাদ্দ হয়েছে।
  • সাফাইকর্মীদের সন্তানদের উচ্চশিক্ষাবৃত্তি প্রদান করা হবে।
  • সরকার সঙরে সাফাই কর্মীদের বাড়ি তৈরির পরিকল্পনা করেছে। তৈরি করা হবে ৩০০০০ টি বাড়ি। গ্রামীণ অঞ্চল কালাইগনার কানাভু ইলাম আবাসন প্রকল্পের আওতায় সাফাইকর্মীদের অগ্রাধিকার দেওয়া হবে।
  • সাফাইকর্মীদের জন্য ৫ লক্ষ টাকা বিনামূল্য বীমা প্রকল্পও চালু করছে তামিল সরকার।

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

'হিন্দু রেট অফ গ্রোথ'! ভারতের ডিজিপি বাড়তেই হিন্দুদের অপমান নিয়ে সরব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
8th Pay Commission: অষ্টম বেতন কমিশনে পেনশন ও ডিএ নিয়ে নতুন মোড়! এক কোটি পরিবারকে স্বস্তি দিয়ে সরকার দিল বড় আপডেট