কোভিড -১৯ কমেছে যীশুর কারণে, তেলেঙ্গানার স্বাস্থ্য পরিচালকের বিতর্কিত মন্তব্যে তোলপাড় দেশ

কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য খ্রিস্টান ধর্মকে কৃতিত্ব দিয়ে ফের ধর্মনিরপেক্ষতাকে বিতর্কের মুখে ফেলে দিলো তেলেঙ্গানার স্বাস্থ্য পরিচালক জি শ্রীনিবাস রাও।তিনি বলেন কোভিড -১৯  কমেছে যীশুর কারণে 

Web Desk - ANB | Published : Dec 21, 2022 5:35 PM IST

ভারতের সংবিধানে লেখা যে ভারত একটি ধর্ম নিরপেক্ষ দেশ।সবরকম ধর্মাচরণের সমান অধিকার আছে এই দেশে। কিন্তু সেইজন্য কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য খ্রিস্টান ধর্মকে কৃতিত্ব দিয়ে ফের ধর্মনিরপেক্ষতাকে বিতর্কের মুখে ফেলে দিলো তেলেঙ্গানার স্বাস্থ্য পরিচালক জি শ্রীনিবাস রাও। সম্প্রতি তার দেওয়া একটি বিবৃতি চাঞ্চল্য ছড়িয়েছে গোটা দেশে। তিনি বলেন যে কোভিড -১৯ যীশুর কারণে কমেছে, খ্রিস্টান ধর্মের কারণেই কোভিড পরিস্থিতি থেকে ভারতীয়রা বেঁচে গিয়েছে। এমনকি তিনি এও দাবি করেন যে ডাক্তারদের দেওয়া চিকিত্সার কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি। পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে প্রভু যীশুর দয়ায়।এমনকি তিনি এও দাবি করেন যে ভারতবর্ষের উন্নয়নের পিছনে খ্রিস্টানরাই দায়ী। তার এই মন্তব্য ঘিরে তোলপাড় হচ্ছে সারা দেশ

বড়োদিনউপলক্ষ্যে এক অনুষ্ঠানে তিনি যোগ দিতে গিয়েছিলেন বুধবার। সেখানেই নানান বক্তব্যের ফাঁকেই করোনা প্রসঙ্গ উঠলে তিনি এমন বিতর্কিত মন্তব্য করে বসেন।

তার বক্তব্যের প্রতিক্রিয়ায় বিজেপি নেতা কৃষ্ণ সাগর রাও বলেন যে স্বাস্থ্যমন্ত্রী হয়ে তার প্রকাশ্যে এমন বক্তব্য রাখা উচিত হয়নি। এই বক্তব্য ভীষণ অপ্রতিকর এবং একেবারেই গ্রহণযোগ্য নয়। তার ব্যাক্তিগতভাবে এমন বিশ্বাস থাকতেই পারে কিন্তু জনসম্মুখে তার এমন কথা বলা একেবারেই ঠিক হয়নি। অবিলম্বে উচিত তার পদত্যাগ করা।

 

Share this article
click me!