আল্লু অর্জুনের অন্তর্বর্তী জামিন, গ্রেফতারের কয়েক ঘণ্টার মধ্যেই স্বস্তি

Published : Dec 13, 2024, 06:17 PM ISTUpdated : Dec 13, 2024, 07:18 PM IST
allu arjun

সংক্ষিপ্ত

গ্রেফতার হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই জামিন পেয়ে গেলেন এই মুহূর্তে ভারতে বিনোদনের জগতে সবচেয়ে আলোচিত ব্যক্তি আল্লু অর্জুন। তাঁর জামিনের আবেদন মঞ্জুর করল তেলঙ্গানা হাইকোর্ট।

'পুষ্পা ২: দ্য  রুল'-এর প্রিমিয়ারে পদপিষ্ট হওয়ার ঘটনায় গ্রেফতার হওয়ার পরেই জামিন পেয়ে গেলেন অভিনেতা আল্লু অর্জুন। তাঁর জামিনের আবেদন মঞ্জুর করল তেলঙ্গানা হাইকোর্ট। ৪ ডিসেম্বর হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারে প্রিমিয়ার ছিল। সেখানে বিশৃঙ্খলা তৈরি হয়। ৩৯ বছর বয়সি এক মহিলা পদপিষ্ট হন। তাঁর নাবালক ছেলে মারাত্মক জখম হয়। এই ঘটনাতেই শুক্রবার সকালে আল্লুকে গ্রেফতার করে পুলিশ। এরপর তাঁকে আদালতে পেশ করা হয়। আদালত এই অভিনেতার ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতের নির্দেশ দেয়। নিম্ন আদালতের এই রায়ের বিরুদ্ধে তেলঙ্গানা হাইকোর্টের দ্বারস্থ হন আল্লু। হাইকোর্ট বলেছে, অভিনেতা হলেও তাঁর জীবন ও স্বাধীনতার অধিকার আছে।

আদালতে স্বস্তি আল্লুর

তেলঙ্গানা হাইকোর্টের বিচারক জুব্বাদি শ্রীদেবী বলেছেন, ‘পুষ্পা ২: দ্য রুলের প্রিমিয়ারে পদপিষ্টের ঘটনায় প্রাথমিকভাবে আল্লুকে দোষী বলে ধরে নেওয়া যায় না। কারণ, তিনি শুধু প্রিমিয়ার উপলক্ষেই সন্ধ্যা থিয়েটারে গিয়েছিলেন। তিনি একজন অভিনেতা। তাঁকে অধিকার থেকে বঞ্চিত করা যায় না। এই বিশ্বের একজন বাসিন্দা হিসেবে তাঁরও জীবন ও স্বাধীনতার অধিকার আছে। মৃতার পরিবারের প্রতি আদালতের সহানুভূতি আছে। তবে আল্লুর জামিন পাওয়ার অধিকার আছে।’

আদালতে তেলঙ্গানা সরকারের যুক্তি খারিজ

শুক্রবার তেলঙ্গানা হাইকোর্টে রাজ্য সরকারের পক্ষ থেকে যুক্তি দেওয়া হয়, তিনি প্রিমিয়ারে হাজির হলে যে এই ধরনের ঘটনা ঘটতে পারে, সে কথা জানতেন আল্লু। তা সত্ত্বেও প্রিমিয়ারে হাজির হন এই অভিনেতা। এই যুক্তি খারিজ করে দিয়ে আদালত বলে, ‘আল্লু অর্জুন কি এই মর্মান্তিক ঘটনার জন্য দায়ী? তিনি কী জানতেন? তিনি প্রিমিয়ারে হাজির থাকার জন্য পুলিশের কাছ থেকে অনুমতি নিয়েছিলেন।’

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

Allu Arjun: 'পুষ্পা ২' এর প্রিমিয়ারে গিয়ে পদপিষ্ট হয়ে মহিলার মৃত্যু! আটক আল্লু অর্জুন

পুষ্পা ২ প্রিমিয়ারে হুড়োহুড়িতে মৃত্যু, মহিলার পরিবারকে অর্থিক অনুদান দিলেন আল্লু অর্জুন

PREV
click me!

Recommended Stories

8th Pay Commission: অষ্টম বেতন কমিশন নিয়ে সরকার জানাল সাফ কথা! ২.৮৬ হারে বৃদ্ধি পেতে পারে বেতন?
যোগী সরকারের উত্তরপ্রদেশ ডিজিটাল পাওয়ারহাউস: স্টার্টআপ, আইটিতে রেকর্ড বৃদ্ধি