স্প্যাম কলে এবার আরও কড়া কেন্দ্র, বন্ধ করা হল দৈনিক ১৩০ লক্ষ ভুয়ো কল

Published : Mar 07, 2025, 08:17 PM IST
স্প্যাম কলে এবার আরও কড়া কেন্দ্র, বন্ধ করা হল দৈনিক ১৩০ লক্ষ ভুয়ো কল

সংক্ষিপ্ত

এয়ারটেল ও ভিআই তাদের কোটি কোটি গ্রাহককে স্প্যাম কল থেকে বাঁচাতে এআই সিস্টেম চালু করেছে।

স্প্যাম কল রুখতে টেলিকমিউনিকেশন বিভাগ ও টেলিকম রেগুলেটর কড়া পদক্ষেপ নিচ্ছে। ভুয়া কলের মাধ্যমে প্রতারণা বেড়ে যাওয়ায় সরকার দ্রুত ব্যবস্থা নিচ্ছে বলে খবর। কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া জানিয়েছেন, দেশে প্রতিদিন ১৩০ লক্ষ ভুয়া কল বন্ধ করা হচ্ছে।

সরকার নতুন নীতি ও প্রযুক্তি ব্যবহার করে কড়া পদক্ষেপ নিচ্ছে। স্প্যাম কল সম্পর্কে জনসচেতনতা বাড়াতে টেলিকম বিভাগ, টেলিকম অপারেটরদের প্রতিটি কল কানেক্ট হওয়ার আগে তিন মাসের জন্য রিংটোনের বদলে সচেতনতামূলক বার্তা দিতে বলেছে।

স্পেনের বার্সেলোনায় অনুষ্ঠিত মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস (MWC 2025)-এ মূল বক্তব্যে জ্যোতিরাদিত্য সিন্ধিয়া টেলিকমিউনিকেশন বিভাগের সঞ্চার সাথী পোর্টাল নিয়ে কথা বলেন। এই পোর্টালের মাধ্যমে চিহ্নিত ও ব্লক করা ভুয়া কল, মোবাইল হ্যান্ডসেট ও চুরি যাওয়া ফোনের বিস্তারিত তথ্যও মন্ত্রী জানান।

জ্যোতিরাদিত্য সিন্ধিয়া আরও জানান, সাইবার প্রতারণায় ব্যবহৃত ২.৬ কোটি মোবাইল ফোন ভারতের সঞ্চার সাথী পোর্টালের মাধ্যমে ব্লক করা হয়েছে। একইসঙ্গে, এই পোর্টালে অভিযোগ জানানোর পর ১৬০ লক্ষ চুরি যাওয়া ডিভাইস খুঁজে বের করার কাজ সম্পন্ন হয়েছে। টেলিকমিউনিকেশন বিভাগ জানিয়েছে, এই পোর্টালের মাধ্যমে ৮৬ শতাংশ স্পুফ কল ট্র্যাক ও ব্লক করা হচ্ছে এবং প্রতিদিন ১৩০ লক্ষ ভুয়া কল বন্ধ করা হচ্ছে।

অ্যান্ড্রয়েড ও আইফোন ব্যবহারকারীদের জন্য টেলিকম মন্ত্রক সম্প্রতি সঞ্চার সাথী পোর্টালের মোবাইল অ্যাপও প্রকাশ করেছে। এই অ্যাপের মাধ্যমে ব্যবহারকারীরা ভুয়া কল রিপোর্ট করতে পারবেন। এছাড়াও, আপনার নামে থাকা ভুয়া সিম কার্ডও খুঁজে বের করতে পারবেন। এই পোর্টাল ছাড়াও, টেলিকম কোম্পানিগুলোকে এআই ভিত্তিক স্প্যাম ডিটেকশন প্রযুক্তি ইনস্টল করার নির্দেশ দেওয়া হয়েছে। এয়ারটেল ও ভিআই তাদের কোটি কোটি গ্রাহককে স্প্যাম কল থেকে বাঁচাতে এআই সিস্টেম চালু করেছে। এই এআই সিস্টেম ব্যবহার করে ব্যবহারকারীদের নম্বরে আসা ভুয়া কল অপারেটর স্তরেই বন্ধ করা যায়।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

News Round Up: মোদীর রানাঘাটে জনসভা থেকে নানুরে তৃণমূল বুথ সভাপতি খুন- সারা দিনের খবর এক ক্লিকে
Babri Masjid Bengal : কেউ পক্ষে, কেউ সরব নিন্দায়! বঙ্গে বাবরি মসজিদ নিয়ে ফাটল খোদ মুসলিম সমাজেই!