মাদক মেশানো প্রসাদ খাইয়ে মহিলাকে ধর্ষণ, অভিযুক্ত পুরোহিত, ভিডিও করে ব্ল্যাকমেল

Published : Oct 24, 2024, 12:10 PM IST
rape of a teenager

সংক্ষিপ্ত

রাজস্থানে এক মহিলাকে প্রসাদে মাদক মিশিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে এক পুরোহিতের বিরুদ্ধে। পারিবারিক সমস্যা সমাধানের নামে মহিলাকে মাদক মেশানো প্রসাদ খাইয়ে ধর্ষণ করে।

প্রসাদে মাদক মিশিয়ে এক মহিলাকে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠল পুরোহিতের বিরুদ্ধে। রাজস্থানের সিকর জেলায় ঘটছে এই ঘটনা। যা প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য শুরু হয়ে গিয়েছে। পারিবারিক সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দিয়ে মহিলাকে ধর্ষণ করলেন এক পুরোহিত। ঘটনায় পুরোহিতের বিরুদ্ধে থানায় ধর্ষণের অভিযোগ দায়ের করেছে মহিলা।

শুধু ধর্ষণ নয়, তাঁকে ব্ল্যাকমেলও করার অভিযোগ ওঠে। অভিযুক্ত পুরোহিত বাবা বাসকনাথ খেদি দাতুঞ্জলার ক্ষেত্রপাল মন্দিরের পুরোহিত। রাজেশ নামে এক ব্যক্তির সূত্রে বাবা বাসকনাথের সঙ্গে পরিচয় হয় নির্যাতিতা মহিলার।

সূত্রের খবর, পারিবারিক সমস্যা নিয়ে সেই মহিলা পুরোহিতের কাছে গিয়েছিলেন। পুরোহিত তাঁখে প্রতিশ্রুতি দেন, তত বিদ্যার মাধ্যমে সমস্যা সমাধান করবে। এরপর তাঁকে প্রসাদ দেন। এই প্রসাদে মেশানো ছিল মাদক। মাদক খেতে জ্ঞান হারালে মহিলাকে ধর্ষণ করা হয়। তারপর সেই ভিডিও তুলে রাখে। তা দেখিয়ে ব্ল্যাকমেল করত বলে অভিযোগ।

মহিলা জানিয়েছেন, এই কাজে পুরোহিতকে সাহায্য করত তাঁর গাড়ির চালক। তিনি জানান, ঘটনার দিন বাবা বালকনাথ তাঁকে প্রথমে এক টুকরো মিষ্টি দিয়েছিল। যা খেলেই তাঁর সংসারে শান্তি বিরাজ করবে বলে জানান। নির্যাতিতা বুঝতে পারেননি পুরোহিতের মনে এমন কু মতলব ছিল।

আপাতত চলছে ঘটনার তদন্ত। পুলিশ এই ঘটনার অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ চলছে। যদিও এই বিষয় বাবা বালকনাথ মন্তব্য করেননি। এখনও কাউকে গ্রেফতার করা হয়নি। রাজস্থানের এই ঘটনা নজর কেড়েছে সকলের। ঘটনায় হতভম্ব সাধারণ মানুষ। মন্দিরের পুরোহিত এমন ঘটনা ঘটাতে পারে তা কেউ আন্দাজ করতে পারেননি। 

 

PREV
click me!

Recommended Stories

News Round Up: বঙ্গে জাঁকিয়ে ঠান্ডা থেকে সিরিজ থেকে ছিটকে গেলেন অজি পেশার, সারাদিনের খবর এক ক্লিকে
AI প্রযুক্তির উন্নতিতে জোর, ভারতকে ১৭.৫ বিলিয়ন ডলার সাহায্যের প্রস্তাব মাইক্রোসফট সিইও-র