Himachal Pradesh : হিমাচলে ভয়াবহ বাস দুর্ঘটনা! নিহতের আশঙ্কা বহু, চলছে উদ্ধারকাজ

Published : Dec 10, 2024, 02:55 PM IST
Accident

সংক্ষিপ্ত

হিমাচলে ভয়াবহ বাস দুর্ঘটনা! নিহতের আশঙ্কা বহু, চলছে উদ্ধারকাজ

ভারতের হিমাচল প্রদেশে ভয়াবহ বাস দুর্ঘটনার খবর পাওয়া গিয়েছে। প্রয়াত হাস বিন একটি বাস দুর্ঘটনা প্রহরী। ঘটনায় বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। আহতের সংখ্যাও অনেক বলে জানা গিয়েছে।

একটি প্রাইভেট বাস কুল্লু থেকে ছাতার-এর দিকে যাচ্ছিল, এরই মধ্যে সালগাওয়াড় পৌঁছানোর পরে দুর্ঘটনার মুখে পড়ে বাসটি।

এই দুর্ঘটনা বহু হতাহতের আশঙ্কা রয়েছে। বাসটিতে মোট ২৫ জন যাত্রী ছিল। করসোগ-ছত্রী-আনিগামী বেসরকারি বাসটি এনপিটি শাওয়াদের শাকেলহাদের কাছে দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনায় বাসে ২০ থেকে ২৫ জন যাত্রী থাকার খবর পাওয়া গিয়েছে। কুলু জেলার প্রত্যন্ত এলাকায় এই দুর্ঘটনা ঘটে বলে জানা গিয়েছে।

PREV
click me!

Recommended Stories

প্রার্থী পদ বিক্রি ৫ কোটিতে, এই দাবির পরই নভজ্যোত সিধু ও তাঁর স্ত্রীকে সাসপেন্ড করল কংগ্রেস
৮২৭ কোটি টাকা যাত্রীদের এখনও পর্যন্ত ফেরত দিয়েছে , বিবৃতি দিয়ে জানিয়ে দিল IndiGo