দিল্লিতে ভয়াবহ বিপর্যয়! টানা বৃষ্টির জেরে ভেঙে পড়ল বিমান বন্দরের ছাদ, চলছে উদ্ধারকাজ
দিল্লিতে ভয়ঙ্কর বিপর্যয়। বৃষ্টিতে ভেঙে পড়ল বিমানবন্দরের এক নম্বর টার্মিনালের ছাদ। ছাদের একাংশ ভেঙে গিয়ে আহত হয়েছেন ৮ জন। এখনও পর্যন্ত কোনও মৃত্যুর খবর পাওয়া যায়নি বলে জানা গিয়েছে।
বৃহস্পতিবার থেকে প্রবল বৃষ্টিপাতে ভিজছে দিল্লি। ভারী বৃষ্টিপাতের কারণে বিপর্যস্ত জনজীবন। মিন্টো-সহ বেশ কয়েকটি রাস্তায় প্রায় এক কোমর জল জমেছে। ইতিমধ্যেই নেট মাধ্য়মে ভাইরাল হয়ে গিয়েছে বেশ কিছু ভিডিও।
ঘটনার পরেই জোরকদমে শুরু হয়ে যায় উদ্ধারকাজ। শুক্রবার সকালে এই ঘটনাটি ঘটে। পরে ঘটনাস্থলে আসে দমকল বাহিনী। আহতদের ইতিমধ্যেই হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ধসে পড়া ছাদের ধ্বংসাবশেষ সরানোর চেষ্টা চলছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত প্রায় ৫.২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে দিল্লিতে।
বৃহস্পতিবার জবলপুরের ডুমনা বিমান বন্দরের একাংশ ভেঙে গিয়েছে। প্রায় ৪৫০ কোটি টাকা দিয়ে সম্প্রতি বিমান বন্দরটিকে সংস্কার করা হয়েছে। গত ১০ মার্চ বিমানবন্দরটিকে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।