ফের রক্তাক্ত কাশ্মীর, এবার সেনা অ্যাম্বুলেন্সে হামলা! কড়া জবাব দিল ভারতীয় সেনা

Published : Oct 28, 2024, 01:21 PM ISTUpdated : Oct 28, 2024, 01:22 PM IST
Jammu and Kashmir Ganderbal attack

সংক্ষিপ্ত

জম্মু-কাশ্মীরের আখনুর সেক্টরে সেনা অ্যাম্বুলেন্সে আতঙ্কবাদী হামলা। একজন আতঙ্কবাদী নিহত হয়েছে। গোটা এলাকায় চিরুণি তল্লাশি এখনও চলছে। ওই অঞ্চলে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

জম্মু-কাশ্মীরের আখনুর সেক্টরে সোমবার জঙ্গিরা সেনা অ্যাম্বুলেন্সে হামলা চালায়। এরপর শুরু হওয়া এনকাউন্টারে একজন জঙ্গি নিহত হয়েছে। গুলিবিনিময় এখনও চলছে। যে অ্যাম্বুলেন্সে গুলি চালানো হয়েছিল তার ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হয়েছে। এতে গাড়িতে লাগা গুলির চিহ্ন স্পষ্ট দেখা যাচ্ছে। 

সূত্রের খবর অনুযায়ী, সোমবার সকাল প্রায় ৭টায় বটাল এলাকায় তিনজন জঙ্গি সেনা বাহিনীর গাড়িতে গুলি চালায়। এরপর সুরক্ষা বাহিনী অবিলম্বে অঞ্চলটি ঘিরে ফেলে এবং তল্লাশি অভিযান শুরু করে। দীপাবলিকে কেন্দ্র করে জম্মু অঞ্চলে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এই কারণে সেনাদের চলাচল বেড়েছে। এই সময়ই এই ঘটনা ঘটে।

 

 

জম্মু-কাশ্মীরে গত সপ্তাহে ১২ জন নিহত

গত সপ্তাহে জম্মু-কাশ্মীরে জঙ্গি হামলায় দুই সেনা সহ কমপক্ষে ১২ জন নিহত হয়েছেন। এরপর রাজ্যে নিরাপত্তা জোরদার করা হয়েছে। ২৪শে অক্টোবর বারামুলার গুলমার্গে জঙ্গিরা সেনা বাহিনীর গাড়িতে হামলা চালায়। এতে দুইজন জওয়ান এবং দুইজন কুলি নিহত হন। এর একদিন আগে ত্রালে জঙ্গিরা উত্তর প্রদেশ থেকে আসা একজন শ্রমিককে গুলি করে হত্যা করে।

২০শে অক্টোবর গ্যান্ডারবল জেলার সোনমার্গে সুড়ঙ্গ নির্মাণে নিযুক্ত শ্রমিকদের উপর জঙ্গিরা হামলা চালায়। এই ঘটনায় একজন চিকিৎসক এবং ছয়জন শ্রমিক নিহত হন। এই ঘটনার দুইদিন আগে বিহারের আরও একজন প্রবাসী শ্রমিকের উপর হামলা হয়েছিল।

PREV
click me!

Recommended Stories

রাতের গোয়ায় নাইট ক্লাবে ভয়ঙ্কর দুর্ঘটনা, সিলিন্ডার বিস্ফোরণে পর্যটক সহ নিহত অন্তত ২৩ জন
News Round Up: মোদীর রানাঘাটে জনসভা থেকে নানুরে তৃণমূল বুথ সভাপতি খুন- সারা দিনের খবর এক ক্লিকে