জাতীয় খাদ্য নিরাপত্তা নিয়মে রেশন আপনার প্রাপ্য। কার্ড থাকলে রেশন পাবেন। রেশন প্রকল্পের মাধ্যমে দেশের কোটি কোটি মানুষ সরকারি সুবিধে পাচ্ছেন। এবার এই রেশন নিয়েই মিলল বড় খবর।
পশ্চিমবঙ্গের দরিদ্র এবং মধ্যবিত্ত পরিবারের খাদ্য সুরক্ষা নিশ্চিত করতে রাজ্য সরকার প্রতি মাসে বিনামূল্যে রেশন সরবরাহ করে থাকে।
512
এবার সেই রেশন নিয়েই মিলল বড় খবর! জুন, জুলাই ও আগস্ট, এই তিন মাসের রেশন এবার একবারে সংগ্রহ করে রাখতে পারবেন।
612
ঠিকই শুনেছেন। কেন্দ্রের মোদী সরকার একবারে ৩ মাসের রেশন দিয়ে দিচ্ছে।
712
তবে হ্যাঁ, তার আগে গুরুত্বপূর্ণ কিছু শর্ত মানতে হবে। নাহলে এই সুবিধা পাবেন না।
812
কারা পাবেন এই সুবিধা?
শুধুমাত্র তালিকায় নাম থাকলেই হবে না। সঙ্গে ই-কেওয়াইসি থাকা বাধ্যতামূলক। তবে অন্তোদয় অন্ন যোজনা (AAY) কার্ডধারীরা মাসিক ৩৫ কেজি চাল ও গম পাবে। ফলে তিন মাসে মোট তারা ১০৫ কেজি খাদ্যশস্য পাবে।
912
পাশাপাশি প্রাইমারি হাউসহোল্ড (PHH) যারা রয়েছে, তাদেরকে মাসিক ৫ কেজি চাল ও গম হিসাবে তিন মাসে মোট ১৫ কেজি খাদ্যশস্য দেওয়া হবে।
1012
কীভাবে পাবেন একসঙ্গে তিন মাসের রেশন?
প্রথমত, রেশন কার্ড এবং আধার কার্ড হাতের কাছেই রাখতে হবে। এরপর nfsa.gov.in ওয়েবসাইটে গিয়ে দেখে নিতে হবে, আপনার রেশন কার্ডের সঙ্গে ই-কেওয়াইসি রয়েছে কিনা।
1112
এরপর স্থানীয় রেশন ডিলারের সঙ্গে যোগাযোগ করতে হবে প্রয়োজনীয় তথ্যের জন্য। এরপর নির্ধারিত দিন রেশন দোকানে গিয়ে বায়োমেট্রিক যাচাইয়ের পরেই একসঙ্গে তিন মাসের রেশন পেয়ে যাবেন। তবে হ্যাঁ, রশিদ নিতে ভুলবেন না।
1212
রাজ্যভিত্তিক অতিরিক্ত সুবিধা
এখনো পর্যন্ত যা খবর, পশ্চিমবঙ্গে ১৫ জুনের মধ্যে রেশন দেওয়া হবে এবং অতিরিক্ত ২ কেজি ডাল দেওয়া হবে পরিবার পিছু। পাশাপাশি বিহারে ৫ থেকে ২০ জুনের মধ্যে রেশন বিতরণ করা হবে এবং পরিবার পিছু ১ কেজি সয়াবিন তেল দেওয়া হবে।