পূর্ণাঙ্গ বাজেট পেশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সিতারামন।
এদিন তিনি বাজেটেই মধ্যবিত্তদের কিছুটা স্বস্তি দিয়েছেন বার্ষিক ১২ লাখ আয় পর্যন্ত কর ছাড় দিয়ে।
এছাড়া কৃষক, ও মহিলাদের জন্যও নয়া প্রকল্পের কথা ঘোষণা করেছেন।
দেশের মহিলাদের আর্থিক সাহায্য দিতে বিরাট ঘোষণা করেছেন অর্থমন্ত্রী নির্মলা সিতারামন।
তিনি জানান দেশের পিছিয়ে পড়া মহিলা, এসটি এবং এসসিদের জন্য আনা হবে নয়া প্রকল্প।
রাজ্যের লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পকে টেক্কা দিতেই এবার কেন্দ্র আনতে চলেছে দেশের মহিলাদের জন্য নয়া এই প্রকল্প?
একাংশের মনে ঠিক এই বিষয়টাই এসেছে। ফলে তারা মনে করছেন যে এই প্রকল্পের আকর্ষণ লক্ষ্মী ভাণ্ডারের চেয়ে বেশি হবে।
২০২৬ এর নির্বাচণের কথ মাথায় রেখেই রাজ্যের জনপ্রিয় এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পকে টেক্কা দিতে চাইছে মোদী সরকার?
যদি বিষয়টি এমনই হয় তবে এটা নিশ্চিত যে মহিলারা এই প্রকল্পের আওতায় থাকলে লক্ষ্মী ভাণ্ডারের তুলনায় ভাতা বেশি পাবেন।
তবে সরকার থেকে এখনও এই বিষয়ে কিছু বলা হয়নি। তাই এখন শুধু সময়ের অপেক্ষা।
Deblina Dey