লক্ষ্মী ভাণ্ডারকে জোরালো ধাক্কা! কেন্দ্র মধ্যবিত্তদের জন্য আনতে চলছে নয়া প্রকল্প? বাজেটেই ঘোষণা করেছেন অর্থমন্ত্রী

Published : Feb 03, 2025, 10:53 AM ISTUpdated : Feb 03, 2025, 12:28 PM IST

কেন্দ্রীয় বাজেটে মধ্যবিত্তদের জন্য কর ছাড় এবং কৃষক ও মহিলাদের জন্য নয়া প্রকল্প ঘোষণা করা হয়েছে। এই নয়া প্রকল্প কি রাজ্য সরকারের লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পকে টেক্কা দেবে?

PREV
110

পূর্ণাঙ্গ বাজেট পেশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সিতারামন।

210

এদিন তিনি বাজেটেই মধ্যবিত্তদের কিছুটা স্বস্তি দিয়েছেন বার্ষিক ১২ লাখ আয় পর্যন্ত কর ছাড় দিয়ে।

310

এছাড়া কৃষক, ও মহিলাদের জন্যও নয়া প্রকল্পের কথা ঘোষণা করেছেন।

410

দেশের মহিলাদের আর্থিক সাহায্য দিতে বিরাট ঘোষণা করেছেন অর্থমন্ত্রী নির্মলা সিতারামন।

510

তিনি জানান দেশের পিছিয়ে পড়া মহিলা, এসটি এবং এসসিদের জন্য আনা হবে নয়া প্রকল্প।

610

রাজ্যের লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পকে টেক্কা দিতেই এবার কেন্দ্র আনতে চলেছে দেশের মহিলাদের জন্য নয়া এই প্রকল্প?

710

একাংশের মনে ঠিক এই বিষয়টাই এসেছে। ফলে তারা মনে করছেন যে এই প্রকল্পের আকর্ষণ লক্ষ্মী ভাণ্ডারের চেয়ে বেশি হবে।

810

২০২৬ এর নির্বাচণের কথ মাথায় রেখেই রাজ্যের জনপ্রিয় এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পকে টেক্কা দিতে চাইছে মোদী সরকার?

910

যদি বিষয়টি এমনই হয় তবে এটা নিশ্চিত যে মহিলারা এই প্রকল্পের আওতায় থাকলে লক্ষ্মী ভাণ্ডারের তুলনায় ভাতা বেশি পাবেন।

1010

তবে সরকার থেকে এখনও এই বিষয়ে কিছু বলা হয়নি। তাই এখন শুধু সময়ের অপেক্ষা।

click me!

Recommended Stories