শঙ্খধ্বনি ও কাঁসরের আওয়াজে ঘুম ভাঙল অযোধ্যার। প্রাণ প্রতিষ্ঠার পর দিনের প্রথম আরতি হল রাম মন্দিরের রাম লালার।
শঙ্খধ্বনি ও কাঁসরের আওয়াজে ঘুম ভাঙল অযোধ্যার। প্রাণ প্রতিষ্ঠার পর দিনের প্রথম আরতি হল রাম মন্দিরের রাম লালার। স্বর্ণালঙ্কারে সেজে রাম লালার মূর্তির আরতি হল মন্দিরে। অগণিত ভক্তের সামনে সোনার দরজা খুলে যায় এদিন। এরপর সরে লাল রংয়ের মূল পর্দা, তারপরেই দেখা যায় রামলালার মূর্তি।