কেরালার সাংবাদিক সিদ্দিকী কাপ্পানের জামিন, সাম্প্রদায়িক বিবাদ তৈরির অভিযোগ খারিজ করলো শীর্ষ আদালত

Published : Dec 23, 2022, 09:53 PM IST
siddique kappan supreme court

সংক্ষিপ্ত

সাম্প্রদায়িক বিবাদ সৃষ্টি করার অভিযোগে ২ বছর আগে জেল হয়েছিল হাথরাস কভার করতে আসা সাংবাদিক সিদ্দিকী কাপ্পানের। অবশেষে তার বেল মঞ্জুর করলো শীর্ষ আদালত ।

অবশেষে মঞ্জুর হলো সাংবাদিক সিদ্দিকী কাপ্পানের বেল। ২ বছর আগে কেরালার এক সংবাদ মাধ্যমের প্রতিনিধি হয়ে তিনি উত্তরপ্রদেশে গেছিলেন হাথরাস কান্ড কভার করতে। কিন্তু সঠিক খবর দেখানোর বদলে তিনি সেখানে সাম্প্রদায়িক বিবাদ তৈরী করার চেষ্টা করছেন এমন অভিযোগ এনে তাকে গ্রেপ্তার করে উত্তরপ্রদেশ পুলিশ। ইউএপিএ ধারায় এবং মানি লন্ডারিং এক্টে তাকে মথুরা থেকে গ্রেপ্তার করে নিয়ে আসা হয় লাখনৌয়ে।

জানা গেছে শুধু তিনিই নন তার সঙ্গে আরও ৬ জন সাংবাদিককে গ্রেপ্তার করে লখনউ পুলিশ। সিদ্দিকীর সঙ্গে আর যারা গ্রেপ্তার হয়েছিলেন তারা হলেন কেএ রউফ শরীফ, আতিকুর রহমান, মাসুদ আহমদ, মোহাম্মদ আলম, আব্দুল রাজ্জাক ও আশরাফ খাদির।অভিযোগ ওঠে যে এরা প্রত্যেকেই ভারতের নিষিদ্ধ সংগঠন পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার সঙ্গে জড়িত। এরা পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার ছাত্র সংগঠন সিএফআই এর সঙ্গে দীর্ঘদিন যুক্ত থেকেছেন ,এবং এই সংস্থার হয়ে কাজও করেছেন।

চলতি বছরের শুরুতে সিদ্দিকীর আইনজীবী অভিযোগ তোলেন যে সিদ্দিকীর বিরুদ্ধে তোলা অভিযোগ একেবারেই ভুয়ো। তারা বিশেষত সেদিন সাংবাদিকতার তাগিদেই সেদিন গিয়েছিলেন হাথরাসে। কিন্তু মুসলিম ধর্মাবলম্বী হাওয়ায় তাদের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ তুলেছে উত্তরপ্রদেশ সরকার। এমনকি তাদের এমন গ্রেপ্তার করার কারণও তাদের ধর্ম এমন গুরুতর অভিযোগও তিনি আনেন যোগী সরকারের বিরুদ্ধে। কিন্তু অবশেষে সব সত্য স্পষ্ট হয়ে গেলো চোখের সামনে। দেশের শীর্ষ আদালত এই পুরো ঘটনা বিশ্লেষণ করে শুনানি দেন যে এদের বেল মঞ্জুর করা হবে।

PREV
click me!

Recommended Stories

দশ হাজার নয়, এক লাখ দিলেও মুসলিমরা আমাকে ভোট দেবে না: অসমের মুখ্যমন্ত্রী
বুলেট ট্রেন প্রকল্পের জন্য NH-64 ও রেললাইনের উপর স্টিল ব্রিজ চালু, জানুন কীভাবে তৈরি হয়েছে এটি