কাপড়ের দোকানের মধ্যে ঘুরে বেড়াতে দেখা গেল একটি অজগর সাপকে। ঘটনাটি উত্তরপ্রদেশের মেরুঠের লালকুর্তি পীঠ বাজারের।
কাপড়ের দোকানের মধ্যে ঘুরে বেড়াতে দেখা গেল একটি অজগর সাপকে। ঘটনাটি উত্তরপ্রদেশের মেরুঠের লালকুর্তি পীঠ বাজারের। বিশালাকার অজগর দেখতে হুড়োহুড়ি লেগে মানুষদের মধ্যে। অবশেষে বন দফতরের লোকেরা সাপটিকে উদ্ধার করে।