পুরীর জগন্নাথ মন্দিরে প্রবেশ সিংহদুয়ার দিয়েই, ফেব্রুয়ারি থেকে বড় বদল বিগ্রহ দর্শনে

Published : Jan 21, 2025, 06:21 PM IST
Jagannath Puri treasure

সংক্ষিপ্ত

জানুয়ারি মাসেই নতুন নিয়ম চালু হওয়ার কথা ছিল। কিন্তু নানা জটিলতার কারণে তা হয়নি। জানুয়ারির পরিবর্তে ১ ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে নতুন নিয়ম। 

বদলে যাচ্ছে পুরীর জগন্নাথ মন্দির (Puri Jagannath Temple)দর্শনের নিয়ম। বদল হচ্ছে পদ্ধতিতেও। মন্দিরে দর্শনার্থীদের ভিড় সামলাতে নতুন নিয়ম চালু করতে চলেছে মন্দির কর্তৃপক্ষ। নতুন নিয়ম অনুযায়ী আর ভিড় ঠেলে বিগ্রহ দর্শন করতে হবে না। প্রত্যেককেই লাইন দিয়ে মন্দিরে ঢুকতে হবে। আর লাইন দিয়েই বিগ্রহ দর্শন করতে হবে। নতুন নিয়ম কার্যকর হবে আগামী ১ ফেব্রুয়ারি থেকে।

জানুয়ারি মাসেই নতুন নিয়ম চালু হওয়ার কথা ছিল। কিন্তু নানা জটিলতার কারণে তা হয়নি। জানুয়ারির পরিবর্তে ১ ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে নতুন নিয়ম। ১ ফেব্রুয়ারি থেকে লাইন দিয়ে মন্দিরে প্রবেশ করতে হবে। মোট ৬টি লাইন থাকবে পুরীর জগন্নাথ মন্দির দর্শনের জন্য।

কর্তৃপক্ষ জানিয়েছে, সাধারণ ভক্তেরা চাইলেও যে কোনও পথ দিয়ে চাইলেই মন্দিরে প্রবেশ করতে পারবে না। মন্দিরে প্রবেশের জন্য একটি নির্দিষ্ট পথ রয়েছে। এবার থেকে মন্দিরে শুধুমাত্র সিংহদুয়ার দিয়েই প্রবেশ করতে পারবে ভক্ত বা দর্শনার্থীরা। পুরীর মন্দিরে চারটি গেট বা দুয়ার রয়েছে। এবার থেকে বাকি তিনটি দুয়ার শুধুমাত্র ভক্তদের বাইরে যাওয়ার কাজেই ব্যবহার করা হবে। এবার থেকে পুরীর মন্দিরে যাওয়ার জন্য ৬টি লাইন হবে। একটি মহিলা আর শিশুদের জন্য। একটি বিশেষভাবে সক্ষমদের জন্য। একটি সারি প্রবীণদের জন্য। আর বাকি তিনটি লাইন শুধুমাত্র পুরুষদের জন্য।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

 

PREV
click me!

Recommended Stories

News Round Up: মোদীর রানাঘাটে জনসভা থেকে নানুরে তৃণমূল বুথ সভাপতি খুন- সারা দিনের খবর এক ক্লিকে
Babri Masjid Bengal : কেউ পক্ষে, কেউ সরব নিন্দায়! বঙ্গে বাবরি মসজিদ নিয়ে ফাটল খোদ মুসলিম সমাজেই!