ডিসেম্বর মাস থেকে বদলে যাচ্ছে এই ৪টি নিয়ম, না জানলে মোটা টাকা খসবে পকেট থেকে

ডিসেম্বর মাসে যে নিয়মগুলো বদলে যাচ্ছে তার মধ্যে রয়েছে রান্নার গ্যাসের দাম থেকে শুরু করে ব্যাঙ্কের নিয়ম বা মোবাইল সংক্রান্ত কিছু নিয়ম।

নভেম্বর মাস শেষ হতে আর মাত্র একদিন। রবিবার থেকে শুরু ডিসেম্বর মাস। নতুন মাস মানেই কয়েকটি নিয়ম বদলে যাওয়া। সেই নিয়মগুলি প্রত্যক্ষভাবে প্রভাব ফেলে সাধারণ মানুষের জীবনে। ডিসেম্বর মাসে যে নিয়মগুলো বদলে যাচ্ছে তার মধ্যে রয়েছে রান্নার গ্যাসের দাম থেকে শুরু করে ব্যাঙ্কের নিয়ম বা মোবাইল সংক্রান্ত কিছু নিয়ম। আসন্ন ডিসেম্বর মাসে এমন কোন কোন নিয়মের বদল হতে চলেছে? জেনে নিন।

রান্নার গ্যাস দাম বাড়বে?

Latest Videos

পেট্রোলিয়ম উত্তোলনকারী সংস্থার তরফ থেকে প্রতিমাসের শুরুতেই সে মাসের রান্নার গ্যাসের দাম ঠিক করে দেওয়া হয়। তেমনি ১লা ডিসেম্বরেই নতুন দাম জারি করা হবে। বিগত কয়েকমাস যাবৎ ঘরোয়া রান্নার গ্যাসের দাম বৃদ্ধি করা হয়নি। তবে কমার্শিয়াল সিলিন্ডারের দামের পরিবর্তন হয়েছে। কমার্শিয়াল গ্যাস সিলিন্ডারের দাম পরিবর্তন হলেই সেটা খাবারের দাম থেকে শুরু করে বিভিন্ন দ্রব্যের দাম বেড়ে যেতে পারে।

মোবাইলের OTP আসার নিয়ম বদল

১লা ডিসেম্বর থেকে টেলিকম অপারেটরদের জন্য বড়সড় নিয়ম বদল হচ্ছে। টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া (TRAI) এর নিয়ম অনুযায়ী কমার্শিয়াল সমস্ত OTP ট্রাক করতে হবে। এতে করে অনলাইনে হওয়া ফ্রডের সংখ্যা কমবে বলে আশা করা হচ্ছে। শুরুতে এর জন্য ৩১ শে অক্টোবরের ডেডলাইন দেওয়া হয়েছিল। তবে পরবর্তীকালে সেটা বাড়িয়ে ৩০ শে নভেম্বর করে দেওয়া হয়েছে। তাই ১ লা ডিসেম্বর থেকে নিয়ম লাগু হবে, এর ফলে গ্রাহকেরা দেরিতে OTP পাবেন বলেও মনে করা হচ্ছে।

এসবিআই ক্রেডিট কার্ডের নিয়ম

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ক্রেডিট কার্ড গ্রাহকদের জন্যও সামনের মাস থেকেই বড়সড় নিয়ম বদলে হতে চলেছে। ১ লা ডিসেম্বর থেকেই ইউটিলিটি বিল বা ইলেক্ট্রিসিটি, জল, গ্যাস ইত্যাদির বিলের পেমেন্ট ৫০,০০০ টাকার বেশি হলে ১% অতিরিক্ত চার্জ দিতে হবে। তবে বিলের পরিমাণ ৫০,০০০ এর নিচে হলে কোনো চার্জ লাগবে না।

অ্যাক্সিস ব্যাঙ্ক ক্রেডিট কার্ডের নিয়ম

আপনি যদি অ্যাক্সিস ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহার করেন তাহলে ডিসেম্বর মাসে হতে চলে নিয়ম বদল সম্পর্কে জেনে রাখা উচিত। মাসের শুরুতে না হলেও আগামী ২০ই ডিসেম্বর থেকে Axis Bank EDGE Card এর রিওয়ার্ড পয়েন্ট রিডিম করতে গেলে ৯৯ টাকা + ১৮% জিএসটি চার্জ করা হবে। এমনকি পয়েন্ট ট্রান্সফার করতে গেলেও ১৯৯ টাকা + ১৮% জিএসটি লাগবে।

Share this article
click me!

Latest Videos

PM Modi Live : অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে ভিত্তিপ্রস্তর স্থাপন প্রধানমন্ত্রী মোদীর, সরাসরি
‘Mamata Banerjee বারংবার BSF-কে আক্রমণ করে যাচ্ছেন’ মমতাকে তোপ Samik Bhattacharya-র
'কুয়োর ব্যাঙ! ভারত চাইলে একদিনেই বাংলাদেশকে...!' বিস্ফোরক ববি | Firhad Hakim | Bangladesh
‘গা-জোয়ারি করে Yunus পার পাবে না’ বিস্ফোরক Nawsad Siddique! #shorts #shortsvideo #shortsviral
নতুন বর্ষ এইভাবে শুরু করলেন Sumona Chakravarti! দেখুন #shorts #shortsvideo #shortsviral #shortsfeed