এই সরকারি কর্মীদের আচমকা বাড়ল বেতন! প্রতি মাসে পাবেন অতিরিক্ত ২৫০০০ টাকা! জারি বিজ্ঞপ্তি

Published : Mar 06, 2025, 09:01 AM IST

এক ধাক্কায় কয়েক হাজার বেতন বৃদ্ধির ঘোষণা করা হল। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। দোলের আগে কার্যত লটারি লাগল বহু সরকারি কর্মীর (Government Employee)। প্রতি মাসে দেওয়া হবে ২৫ হাজার টাকা! জেনে নিন কবে থেকে মিলবে।

PREV
19

এই কর্মীদের ভাতা বাড়াল সরকার। বিজ্ঞপ্তি জারি হতেই হাসি ফুটেছে বহু কর্মীর মুখে।

29

আচমকা বাড়ল বেতন! প্রতি মাসে পাবেন অতিরিক্ত ২৫০০০ টাকা!

49

এখন তাদের প্রতি মাসে ২০ হাজার টাকার পরিবর্তে ২৫ হাজার টাকা দেওয়া হবে।

59

বেতন বৃদ্ধির খবরে দারুণ খুশি রাজ্যের এই সরকারি কর্মীরা।

69

দীর্ঘদিন ধরেই সম্মানী ভাতা বৃদ্ধির দাবি উঠে আসছিল

79

কর্মীরা সরকারের এই সিদ্ধান্তকে কুর্নিশ জানিয়েছেন এবং বলেছেন যে সাম্মানিক বৃদ্ধির দাবি দীর্ঘদিন ধরেই করা হচ্ছিল, কিন্তু এখন সরকার এই বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে।

89

ঝাড়খন্ডের স্বাস্থ্য বিভাগে কর্মরত বহুমুখী কর্মীদের (এমপিডব্লিউ) সাম্মানিক ৫,০০০ টাকা বৃদ্ধি করা হয়েছে।

99

সবচেয়ে বড় কথা হল এর সুবিধাগুলি শুধুমাত্র ১ সেপ্টেম্বর, ২০২৪ থেকে পাওয়া যাবে।

click me!

Recommended Stories