১ জানুয়ারি ২০২৬-এর মধ্যেই এই কাজটি করুন, না হলেই নিস্ক্রীয় হতে পারে আপনার PAN কার্ড

Published : Nov 09, 2025, 09:57 PM IST

আপনার পার্মানেন্ট অ্যাকাউন্ট নম্বর বা PAN কার্ড যা আয়কর দাখিলের জন্য গুরুত্বপূর্ণ। সেটি কিন্তু নিস্ক্রীয় হয়ে যেতে পারে নতুন বছরের প্রথম দিনই। অর্থাৎ ২০২৬ সালের ১ জানুয়ারি। 

PREV
15
প্যান কার্ড

আপনার পার্মানেন্ট অ্যাকাউন্ট নম্বর বা PAN কার্ড যা আয়কর দাখিলের জন্য গুরুত্বপূর্ণ। সেটি কিন্তু নিস্ক্রীয় হয়ে যেতে পারে নতুন বছরের প্রথম দিনই। অর্থাৎ ২০২৬ সালের ১ জানুয়ারি। এই প্যান কার্ড ব্যাঙ্ক অ্য়াকাউন্ট খোলা থেকে শুরু করে অনেক কাজে লাগবে। এই প্যান কার্ড যাতে নিস্ক্রীয় না হয়ে যায় তার জন্য এই কাজগুলি করতে হবে।

25
CBDTর নির্দেশ

সেন্ট্রাস বোর্ড অব ডাইরেক্টর ট্যাক্সেস বা CBDT -এর নিয়ম অনুযায়ী সমস্ত প্যান কার্ডকে দ্রুত আধার নম্বরের সঙ্গে লিঙ্ক করাতে হবে। একটি নির্দিষ্ট সীমার মধ্যে এই কাজটি না করলেই আপনার প্যান কার্ড নিস্ক্রীয় করে দেওয়া হতে পারে।

35
আদেশ জারি

এপ্রিল মাসে অর্থ মন্ত্রক CBDT বিজ্ঞপ্তি নম্বর ২৬|২০২৫-এর মাধ্যমে এই আদেশ জারি করেছে। তাই পরবর্তীকালে যে কোনও ধরনের ঝামেলা এড়াতে CBDT এই নির্দেশিকা মেনে চলা জরুরি। নির্দেশিকা অনুযায়ী আগামী বছর অর্থাৎ ২০২৬ সালের ১ জানুয়ারির মধ্যেই প্যান আর আধারের লিঙ্ক করতে হবে।

45
প্যান- আধার লিঙ্ক করার পদ্ধতি
  • প্রথম ধাপ- আয়কর ই-ফাইলিং পোর্টালে যান: https://www.incometax.gov.in/iec/foportal
  • দ্বিতীয় ধাপ- ওয়েবসাইটের বাম দিকের প্যানেলে থাকা ‘Link Aadhaar’ ট্যাবে ক্লিক করুন।
  • তৃতীয় ধাপ- আপনার PAN এবং Aadhaar নম্বর লিখে ‘Validate’ বোতামে ক্লিক করুন।
  • আপনার আধার এবং প্যান আগে থেকেই লিঙ্ক করা থাকে, তাহলে একটি পপ-আপ মেসেজ দেখা যাবে। যদি না থাকে, তাহলে আপনার মোবাইল নম্বর চাওয়া হবে যেখানে একটি OTP পাঠানো হবে।
  • চতুর্থ ধাপ- এই OTP দিলেই আপনার PAN-এর সাথে Aadhaar নম্বর লিঙ্ক করার প্রক্রিয়াটি সম্পন্ন হবে।
55
প্যান কার্ড নিস্ক্রীয় হলে সমস্যা

প্যান কার্ড নিস্ক্রীয় হলে যে সমস্ত সমস্যায় পড়তে হয় সেগুলি হল-

ব্যাঙ্কের কাজে সমস্যা, বিনিয়োগে সমস্যা , সরকারি প্রকল্পে সুবিধে পেতে সমস্যা,বিনিয়োগে সমস্যা, সম্পত্তি ক্রয়-বিক্রয়ে সমস্যা হবে। যদি বৈদেশিক মুদ্রার লেদেননেও সমস্যা হবে।

Read more Photos on
click me!

Recommended Stories