ছাত্রের সংখ্যা ১০-এরও কম, তাই বন্ধ হতে চলেছে প্রায় ১০০০ স্কুল

  • শিক্ষার প্রসারে যখন চারিদিকে এতরকমের কর্মসূচী গ্রহণ করা হচ্ছে
  • তখন বন্ধের মুখে প্রায় ১০০০ স্কুল
  • কেন বন্ধের মুখে এতগুলি স্কুল
  • কেন এমন সিদ্ধান্ত নিল ওড়িশা সরকার
Indrani Mukherjee | Published : Jun 24, 2019 12:36 PM IST

শিক্ষার প্রসার ঘটানোর জন্য চারিদিকে নানারকম কর্মসূচী গ্রহণ করা হচ্ছে, তখন ওড়িশায় বন্ধের মুখে প্রায় ১০০০ স্কুল। কিন্তু শিক্ষার প্রসারের যখন চারিদিকে এতরকমের কর্মসূচীর ডাক দেওয়া হচ্ছে,তখন কেন বন্ধের মুখে এত স্কুল?

এর কারণ হিসাবে জানা গিয়েছে প্রথমত ছাত্র-ছাত্রীর অভাব এবং পর্যাপ্ত পরিমাণে শিক্ষক-শিক্ষিকার অভাবের জন্য বন্ধ করে দেওয়া হবে প্রায় ১০০০টি স্কুল। গত রবিবার ওড়িশার গণ শিক্ষা মন্ত্রী সমীর রঞ্জন দাস সংবাদ সংস্থাকে জানিয়েছেন, ওড়িশা সরকার সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের ৯৬৬টি স্কুল বন্ধ করে দেওয়া হবে। মূলত ছাত্র-ছাত্রীর অভাব এবং পর্যাপ্ত শিক্ষকের অপ্রতুলতার জেরে রাজ্যের ৯৬৬টি স্কুল বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। 

Latest Videos

তিনি আরও জানান যে, সরকারের তরফ থেকে যে যে স্কুলগুলি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেইসব স্কুলের ছাত্রসংখ্যা ১০ জনেরও কম। কোনও কোনও স্কুলে আবার ছাত্র সংখ্যা তারও কম দুজন কী তিনজন। তাঁর আরও দাবি, এইভাবে স্কুল বন্ধের জন্য সরকারের তরফে শিক্ষক-এর অপ্রতুলতার সমস্যাটিও মেটানো সম্ভব হবে। 

তবে তিনি আরও জানিয়েছেন, যে স্কুলগুলি বন্ধ করে দেওয়া হচ্ছে সেখানে যে ক'জন ছাত্র বা শিক্ষক ছিলেন তাঁদের অন্যান্য স্কুলে বদলি করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুধু তাই নয়, এইসব ছাত্রদের উৎসাহ দেওয়ার জন্য বাড়ি থেকে তাঁদের যাতায়াত ভাড়া বাবদ ৩০০০, ৪০০০ এবং ৬০০০ টাকা করে দেওয়ার কথাও ভাবছে ওড়িশা সরকার। 

Share this article
click me!

Latest Videos

Daily Horoscope: ২৬ ডিসেম্বর বৃহস্পতিবার এই ব্যক্তিদের দিনটি ভালো যাবে, জেনে নিন আজকের রাশিফল
২৬-এ Mamata Banerjee-কে বিদায়! মমতাকে প্রাক্তন মুখ্যমন্ত্রী বানানোর শপথ Suvendu Adhikari-র
Narendra Modi : বড়দিনের অনুষ্ঠানে মাতলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সকলকে জানালেন শুভেচ্ছা
Suvendu Adhikari Live : কোলাঘাটের মঞ্চে বিস্ফোরক ভাষণ শুভেন্দু অধিকারীর, সরাসরি | Bangla News
বড়দিনের সন্ধ্যায় কলকাতার পার্ক স্ট্রিটে জনজোয়ার | Park Street Christmas | Kolkata News