টিকটকের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার? অবস্থান স্পষ্ট করল কেন্দ্রীয় সরকার

Published : Aug 23, 2025, 06:35 PM ISTUpdated : Aug 23, 2025, 06:56 PM IST
TikTok

সংক্ষিপ্ত

TikTok: কয়েক বছর আগে ভারতে শতাধিক চিনা অ্যাপ (Chinese app) নিষিদ্ধ করা হয়েছিল। এবার সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে কি না, সে বিষয়ে জল্পনা শুরু হয়েছে। এ বিষয়ে অবস্থান স্পষ্ট করল কেন্দ্রীয় সরকার।

DID YOU KNOW ?
টিকটক নিয়ে বিতর্ক
চিনা অ্যাপ টিকটক নিয়ে অনেক বিতর্ক হয়েছে। ফলে ভারতে এই অ্যাপ নিষিদ্ধ হয়ে যাওয়ায় অনেকেই খুশি হন।

TikTok Ban: পাঁচ বছর পর কি ভারতে টিকটক অ্যাপের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে কেন্দ্রীয় সরকার? বেশ কয়েকজন দাবি করেছেন, তাঁরা টিকটক ওয়েবসাইট দেখতে পাচ্ছেন। অ্যাপ স্টোর বা গুগল প্লে স্টোরে অবশ্য এখনও টিকটক অ্যাপ দেখা যাচ্ছে না। কিন্তু ওয়েবসাইট দেখতে পাওয়ায় অনেকেই দাবি করছেন, এই চিনা অ্যাপের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে কেন্দ্র। এবার এ বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করে দিল সরকার। ইলেকট্রনিক্স ও তথ্য-প্রযুক্তি মন্ত্রক (Ministry of Electronics and Information Technology) সূত্রে জানা গিয়েছে, ভারতে চিনা অ্যাপের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়নি। এক আধিকারিক জানিয়েছেন, ‘ভারত সরকার টিকটকের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য কোনও নির্দেশ দেয়নি। এ বিষয়ে যে খবর ও বক্তব্য প্রচারিত হয়েছে, তা মিথ্যা ও বিভ্রান্তিকর।’

গালওয়ান উপত্যকায় সংঘর্ষের পরেই চিনা অ্যাপে নিষেধাজ্ঞা

পূর্ব লাদাখের (Eastern Ladakh) গালওয়ান উপত্যকায় (Galwan Valley) ভারত ও চিনের সেনাবাহিনীর সংঘর্ষের পর ২০২০ সালের জুনে বেশ কিছু চিনা অ্যাপের উপর নিষেধাজ্ঞা জারি করে কেন্দ্রীয় সরকার। টিকটক (TikTok), ইউসি ব্রাউজার (UC Browser), উইচ্যাটের (WeChat) মতো চিনা অ্যাপ ভারতে নিষিদ্ধ হয়ে যায়। তারপর থেকে এখনও পর্যন্ত ভারতে এই অ্যাপগুলি ব্যবহার করা যায় না। কেন্দ্রীয় সরকার জানায়, এই অ্যআপগুলি ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা, প্রতিরক্ষা, রাষ্ট্রের নিরাপত্তা এবং জনজীবনে শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে বিপজ্জনক। এই কারণেই ভারতে চিনা অ্যাপগুলি নিষিদ্ধ করা হয়েছে। এখনও সেই নিষেধাজ্ঞা জারি আছে।

ভারত-চিন সম্পর্কের উন্নতি হচ্ছে?

সম্প্রতি ভারতের উপর শুল্ক (India Tariffs) চাপিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। এরপরেই ভারত-চিন সম্পর্কের উন্নতির ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এই পরিস্থিতিতে ভারতে টিকটক ওয়েবসাইট দেখতে পাওয়ার খবর অত্যন্ত তাৎপর্যপূর্ণ। যদিও কেন্দ্রীয় সরকার এই খবর অস্বীকার করেছে। তবে তারপরেও জল্পনা থামছে না।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
২০২০
২০২০ সালে ভারতে নিষিদ্ধ হয় চিনা অ্যাপ
পূর্ব লাদাখের গালওয়ান উপত্যকায় ভারত-চিনের সেনা সংঘর্ষের পরেই নিষিদ্ধ হয় চিনা অ্যাপ।
Read more Articles on
click me!

Recommended Stories

News Round Up: মোদীর রানাঘাটে জনসভা থেকে নানুরে তৃণমূল বুথ সভাপতি খুন- সারা দিনের খবর এক ক্লিকে
Babri Masjid Bengal : কেউ পক্ষে, কেউ সরব নিন্দায়! বঙ্গে বাবরি মসজিদ নিয়ে ফাটল খোদ মুসলিম সমাজেই!