মহাকুম্ভে গেরুয়া, হুগলির ত্রিবেণীতে সবজু! দুই সঙ্গমে গেরুয়া সবজুে রঙ মিলান্তি রচনা জানালেন মহাকুম্ভের অভিজ্ঞত

Published : Feb 12, 2025, 03:12 PM ISTUpdated : Feb 12, 2025, 03:39 PM IST
Mahakumbh 2025 TMC MP Rachana Banerjee Kumbh bath video goes viral bsm

সংক্ষিপ্ত

বুধবার মাঘী পূর্ণিমায় ত্রিবেণীতে প্রচুর ভক্তের সমাগম হয়েছিল। চলছিল পবিত্র স্নান। এরই মধ্যে রচনা কথা প্রসঙ্গে বুধবার উত্তর প্রদেশের কুম্ভমেলা পরিদর্শনের কথা জানালেন।

মাঘী পূর্ণিমাতে, তারকা সাংসদ রচনা বন্ধ্যোপাধ্যায় পৌঁছেগিয়েছিলেন হুগলির ত্রিবেণী সঙ্গমে। সবুজ শাড়িতে মাথায় গঙ্গা জল ছিটিয়ে নিলেন তারকা প্রার্থী। স্নান কেন নয়, এই প্রশ্নের উত্তরে রচনা উত্তর দেন যে, "মহাকুম্ভে স্নান করেছি তাই এখানে মাথায় জল ছিটিয়ে নিলাম।" টিএমসি সাংসদ-কে এও প্রশ্ন করা হয় যে মহাকুম্ঙে গেরুয়া বসনে আর ত্রীবেণী সঙ্গমে সবুজ শাড়িতে- এর উত্তরে তিনি বলেন- 'আমি কালার থেরাপি করি'।

বুধবার মাঘী পূর্ণিমায় ত্রিবেণীতে প্রচুর ভক্তের সমাগম হয়েছিল। চলছিল পবিত্র স্নান। এরই মধ্যে রচনা কথা প্রসঙ্গে বুধবার উত্তর প্রদেশের কুম্ভমেলা পরিদর্শনের কথা জানালেন। তিনি জানান “সরস্বতী পূজার দিন আমাকে যেতে বারন করা হয়েছিল কারণ সেখানে ভিড় থাকবে, কিন্তু আমি বলেছিলাম, সরস্বতী পূজার দিনেই আমি স্নান করব। মহাকুম্ভে খুব ভালো ব্যবস্থাপনা ছিল, আমাদের গাড়িটি বেশ দূরে রেখে হেঁটে যেতে হয়েছিল। কিন্তু আমার খুব ভালো সময় কেটেছে।”

যদিও প্রয়াগরাজে কুম্ভমেলায় স্নান করার পর তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় বিজেপি সরকারের প্রশংসা করেছেন। এই নিয়েও টিএমসি দলের ভেতরে বিতর্কের সৃষ্টি হয়েছে। বুধবার হুগলির ত্রিবেণীতে কুম্ভমেলায় যোগ দেন রচনা। প্রয়াগরাজে স্নান করার পর রচনা বলেন, “দারুণ ব্যবস্থা”

PREV
click me!

Recommended Stories

News Round Up: এসআইআর নিয়ে মমতার প্রতিশ্রুতি থেকে অশান্ত বাংলাদেশ, সারাদিনের খবর এক ক্লিকে
ন্যাশনাল হেরাল্ড মামলায় ফের বিপাকে গান্ধী পরিবার, সোনিয়া-রাহুলকে নোটিশ দিল্লি হাইকোর্টের