অক্টোবর মাসেই জাতীয় নির্বাচন কমিশনের তরফে দিল্লিতে সাংবাদিক বৈঠক করে বিহারে ভোটের দিনক্ষণ জানানো হয়েছিল। সেইমতো আজ বেজে গেল ভোটের দামামা। মোট ২ দফায় ভোট হবে বিহারে। আজ ভাগ্য পরীক্ষা হবে তেজস্বী-,তেজপ্রতাপদের। ভোট চলছে রাজধানী পাটনা, দ্বারভাঙ্গা, সমস্তিপুর, মুজবফফরপুর, সারণ, সিওয়ান, বৈশালী, বেগুসারাই প্রভৃতি।