যৌনকর্মীদের সন্তানের জন্য বড় উদ্যোগ রূপান্তরকামীর

গৌরী বলেন, প্রত্যেকটি মানুষের স্মৃতিতে থাকে, শৈশবে দাদু-ঠাকুমাদের সঙ্গে কেমন দিন কাটিয়েছে। এই বাড়িতেও শিশুরা এমন পরিবেশেই বড় হয়ে উঠবে।

swaralipi dasgupta | Published : Apr 20, 2019 7:02 AM IST

গণিকালয়ের একটি ছোট্ট ঘরে যৌনকর্মী সঙ্গমে রত। আর তার ঠিক পাশেই এক তিনমাসের শিশু কাঁদছে। এমনই এক দৃশ্যের সাক্ষী হয়েছিলেন মুম্বইয়ের রূপান্তরকামী সমাজকর্মী গৌরী সাওয়ান্ত।

সেই যৌনকর্মীর সঙ্গে কথা বলতে তিনি গৌরীকেই অনুরোধ করেন শিশুর দায়িত্ব নিতে। অন্য কারও কাছে না গিয়ে, গৌরী ঠিক করেন নিজেই দায়িত্ব নেবেন শিশুটির। কিন্তু তখনই এই রূপান্তরকামী সমাজকর্মী ভাবেন, এক জন শিশুই নয়। এমন কত যৌনকর্মীর সন্তান রয়েছে, যারা শৈশব থেকেই সমাজের বঞ্চনার শিকার হয়। সেদিনই ঠিক করেন নিজেই কিছু করবেন ওদের জন্য।

Latest Videos

যেমন ভাবা তেমন কাজ। মুম্বইয়ের ৩৭ বছর বয়সি গৌরি তাই এখন নিজের জমিতেই একটি বাড়ি তৈরি করার সিদ্ধান্ত নিয়েছেন। অন্য কারও থেকে সাহায্য না নিয়ে নিজের জমানো টাকা দিয়ে এই বাড়ি বানাচ্ছেন তিনি যৌনকর্মীদের সন্তানদের জন্য। এক সর্বভারতীয় সংবাদমাধ্যের কাছে এমনই জানান তিনি।

গৌরী বলেন, প্রত্যেকটি মানুষের স্মৃতিতে থাকে, শৈশবে দাদু-ঠাকুমাদের সঙ্গে কেমন দিন কাটিয়েছে। এই বাড়িতেও শিশুরা এমন পরিবেশেই বড় হয়ে উঠবে।

গৌরীর এমন উদ্যোগে মুগ্ধ মুম্বইয়ের মানুষ। রাজ্যের নির্বাচনী কর্মকর্তার অফিস গৌরীকে এই কাজের জন্য স্টেট অ্যাম্বাসাডর পদে নিয়োগ করা হয়েছে। লোকসভা নির্বাচনের ঠিক আগে দেশের এক মাত্র রূপান্তরকামী নির্বাচনী অ্যাম্বাসাডর হিসেবে যোগ দিতে পেরে গৌরী খুশি।

গৌরী জানিয়েছেন, দেশে এমন বহু মহিলা রয়েছেন যাঁরা ভোট দেওয়া কতটা জরুরি সেই বিষয়ে অবহিতই নন। বেশিরভাগ এলাকায় ভোটের দিনে ছুটির আবহাওয়া থাকে। তাই প্রত্যেক স্বামী বাড়িতে থাকেন। স্বামীর জন্য বাহারি রান্না করতে গিয়ে মহিলারা বাড়িতেই থেকে যান। ভোট দিতে যান না।

 

এমন মহিলাদের কাছে পৌঁছে যাবেন গৌরী। তাঁদের বাড়ি বাড়ি গিয়ে বোঝাবেন ভোট দেওয়ার অধিকার কতটা গুরুত্বপূর্ণ। সীমান্তে গিয়ে যুদ্ধ করতে না পারলেও, বুথে গিয়ে ভোট দেওয়া জরুরি।

 

প্রসঙ্গত, পুণের এক পরিবারে জন্ম গৌরী সাওয়ান্তের। তাঁর নিজস্ব একটি স্বেচ্ছাসেবী সংস্থা রয়েছে। ২০০১ সালে মা-এর মৃত্যুর পরে একটি শিশুকন্যা দত্তক নেন গৌরী। গৌরীর মা পেশায় একজন যৌনকর্মী ছিলেন। এইচআইভি পজিটিভ-এ মৃত্যু হয়েছিল তাঁর।

Share this article
click me!

Latest Videos

Bangladesh-এ হিন্দুনেতা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার, মুক্তির দাবিতে Md Yunus-কে হুঁশিয়ারি শুভেন্দুর
Live | India vs Australia : পারথে সাড়ে তিন দিনে টেস্ট জয়, বিদেশের মাটিতে ভারতের সেরা সাফল্য?
ওয়াকফ বিলের (Waqf Bill) আঁচ বাংলার বিধানসভায়, দেখুন কী বললেন Suvendu Adhikari
'ভোট ব্যাঙ্কের জন্য Mamata রোহিঙ্গাদের হিন্দুদের জমি দিচ্ছে' বিস্ফোরক অভিযোগ Agnimitra-র
হাড়োয়ায় তৃণমূল জিততেই বিজেপি প্রার্থীর জমি তচনচ, ক্ষোভ উগরে যা বললেন Samik Bhattacharya