রাজ্যসভাতেও পাশ তিল তালাক বিল, রাষ্ট্রপতির সই হলেই বলবৎ হবে আইন

swaralipi dasgupta |  
Published : Jul 30, 2019, 07:44 PM ISTUpdated : Jul 30, 2019, 09:25 PM IST
রাজ্যসভাতেও পাশ তিল তালাক বিল, রাষ্ট্রপতির সই হলেই বলবৎ হবে আইন

সংক্ষিপ্ত

রাজ্যসভাতেও পাশ হল তিন তালাক বিল  লোকসভায় আগেই তিন তালাক বিল পাশ হয়েছিল  কিন্তু রাজ্যসভাতেও পাশ হল তিন তালাক বিল শাসক দলের কৌশলেই এই বিল পাশ হয়েছে বলে মনে করা হচ্ছে

রাজ্যসভাতেও পাশ হল তিন তালাক বিল। লোকসভায় আগেই তিন তালাক বিল পাশ হয়েছিল। কিন্তু রাজ্যসভাতেও পাশ হল তিন তালাক বিল। রাজ্যসভায় রীতিমতো বিরোধীদের সঙ্গে অনবরত পাঞ্জা লড়ে বিজেপি নেতৃত্বে এদিন তিন তালাক বিল পাশ করিয়ে নিতে সমর্থ হয়। শাসকদলের কৌশলেই এই বিল পাশ হয়েছে বলে মনে করা হচ্ছে। 

মঙ্গলবার টিআরএস, নীতিশ কুমারের জেডিইউ ও এআইডিএমকের মতো শরিক দল সভা ত্যাগ করলেও তাতে বিজেপি-র কোনও অসুবিধা হয়নি বিল পাশ করাতে। এর পরে বিল নিয়ে ভোটাভুটি-তে শেষ হাসি বিজেপি হাসে। পক্ষে ভোট পড়ে ৯৯টি ও বিপক্ষে পড়ে ৮৪টি ভোট। তাই সহজেই পাশ হয় তিন তালাক বিল।

 

রাজ্যসভায় ২৪১ জন সদস্যের মধ্যে কোনও বিল পাশ করাতে হলে প্রয়োজন হয় ১২১ জনের ভোট। এখানে এনডিএ-র সদস্য সংখ্যা ১১৩ জন। তবে মঙ্গলবার জেডিইইউ, এআইডিএমকে ও টিআরএস বেরিয়ে গেলে রাস্তা পরিষ্কার হয়ে যায়। তখন ১৮৩ জন সদস্যের মধ্যে ৯৯ জন অর্থাৎ সংখ্যাগরিষ্ঠ ভোট পড়ে বিলের পক্ষে। এই বিল এখন আইন হওয়ার অপেক্ষায় রয়েছে। রাষ্ট্রপতি সই করে পাঠালেই এই আইন বলবৎ হয়ে যাবে। এই বিল আইনে পরিণত হলে তিল তালাক দেওয়া ফৌজদারি অপরাধ বলে গণ্য হবে। 

PREV
click me!

Recommended Stories

Jharkhand Train Accident: ঝাড়খণ্ডে চলন্ত ট্রেনের ধাক্কা ট্রাকে, ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়
Republic Day 2026: কর্তব্যপথে ৩০টি ট্যাবলো, পশ্চিমবঙ্গের ট্যাবলোতে কী থাকবে?