এবার জাফরবাদে গুলি, নাগরিকত্ব আইনের প্রতিবাদকারীরাই কি লক্ষ্য, বাড়ছে ধোঁয়াশা

Published : Feb 07, 2020, 11:00 PM ISTUpdated : Feb 07, 2020, 11:01 PM IST
এবার জাফরবাদে গুলি, নাগরিকত্ব আইনের প্রতিবাদকারীরাই কি লক্ষ্য, বাড়ছে ধোঁয়াশা

সংক্ষিপ্ত

দিল্লির জাফরবাদে চলল গুলি নাগরিকত্ব আইনের প্রতিবাদে চলছে বিক্ষোভ ধর্না মঞ্চের কিছুটা দূরেই শূন্যে গুলি বাইকে চড়ে এসে দুই দুষ্কৃতী গুলি চালায় 

ভোটের আগের দিনও গুলি চলল রাজধানীতে। এবার জাফরবাদে নাগরিকত্ব আইনের বিরোধিতায় ধর্না স্থলের চারশো মিটার দূরে দুই দুষ্কৃতীর বিরুদ্ধে শূন্যে গুলি চালানোর অভিযোগ উঠল। যদিও এই ঘটনায় কেউ হতাহত হননি বলেই খবর। 

জাফরবাদের আন্দোলনকারীদের অভিযোগ, তাঁদের উপর হামলা চালাতেই গুলি চালানো হয়েছিল। প্রত্যক্ষদর্শীদের দাবি, বাইকে চড়ে এসে শূন্যে তিন রাউন্ড গুলি চালায় দুই অভিযুক্ত। সিসিটিভি- তেও সেই ছবি ধরা পড়েছে। দু' জনের মাথাতেই হেলমেট ছিল। একটি দোকানের সামেন এসে বাইকে বসা অবস্থাতেই গুলি চালিয়ে পালিয়ে যায় তাঁরা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। 

 

 

প্রায় একমাস ধরে জাফরবাদে নাগরিকত্ব আইনের প্রতিবাদে বিক্ষোভ প্রদর্শন চলছে। এ দিনের ঘটনার পর পরই সেখানে ছুটে যায় পুলিশ। পুলিশের অবশ্য দাবি, এই ঘটনার সঙ্গে নাগরিকত্ব আইনের প্রতিবাদের কোনও সম্পর্ক নেই। ব্যক্তিগত শত্রুতা থেকেই গুলি চালানোর ঘটনা ঘটেছে বলে দাবি পুলিশের। 

গত ২৮ জানুয়ারি শাহিনবাগে নাগরিকত্ব আইনের বিরুদ্ধে আন্দোলনকারীদের ভিড়ের মধ্যে বন্দুক হাতে এক যুবক ঢুকে পড়েছিল। এর দু' দিন পরে এক নাবালক জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ের বাইরে গুলি চালায়। গত ১ জানুয়ারি শাহিনবাগে ফের এক যুবক শূন্যে গুলি চালায়। 
 

PREV
click me!

Recommended Stories

রাহুলের সমালোচনা করতেই কংগ্রেসের 'ফোঁস', জিন্না-বিজেপি যোগের কথা বলে মোদীকে 'বিকৃতির মাস্টার' বলল
নেহরুর পথেই রাহুল গান্ধী! 'বন্দে মাতরম' আলোচনায় অংশ না নেওয়ায় তুলোধনা মোদীর