নির্ভয়ার দোষীদের প্রাণভিক্ষার আবেদন, শীর্ষ আদালতে শুনানি আগামী ১৪ জানুয়ারি

Published : Jan 11, 2020, 11:59 AM ISTUpdated : Jan 11, 2020, 12:16 PM IST
নির্ভয়ার দোষীদের প্রাণভিক্ষার আবেদন, শীর্ষ আদালতে শুনানি আগামী ১৪ জানুয়ারি

সংক্ষিপ্ত

  প্রাণভিক্ষার আবেদন নির্ভয়ার ২ অপরাধীর সুপ্রিম কোর্টে আবেদন বিনয় ও মুকেশের  আগামী ১৪ জানুয়ারি হবে আবেদনের শুনানি শুনানি হবে  ৫ সদস্যের ডিভিশন বেঞ্চে

২২ জানুয়ারি সকাল সাতটায় নির্য়াকাণ্ডে চার দোষীর ফাঁসির নির্দেশ দিয়েছে  দিল্লির পাতিয়ালা হাউস কোর্ট। আর এই রায়ের পরেই সুপ্রিমকোর্টে প্রাণভিক্ষার আবেদন জানায় দুই অপরাধী। সেই আবেদনের শুনানি হতে চলেছে আগামী ১৪ জানুয়ারি।

শীর্ষ আদালতের ৫ বিচারপতি এই ডিভিশন বেঞ্চ এই বিষয়ে নিজেদের চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন। বিচারপতি এনভি রমনা, অরুণ মিশ্র, আরএফ নরিম্যান, আর ভানুমতী এবং অশোক ভূষণের ডিভিশন বেঞ্চে  আবেদনার শুনানি হবে। 

দিল্লির পাতিয়ালা হাউস কোর্ট মৃত্যু পরোয়ানা জারির দু'দিনের মধ্যে  সুপ্রিম কোর্টে কিউরেটিভ পিটিশন ফাইল করে নির্ভয়াকাণ্ডে অন্যতম ধর্ষক ২৫ বছরের বিনয় শর্মা। পরে আরেক অপরাধী ৩২ বছরের মুকেশ সিং প্রাণক্ষিক্ষার আবেদন জানায়। 

আগামী ২২ জানুয়ারি সাকটায় নির্ভয়ার চার অপরাধীর ফাঁসি হওয়ার কথা। বিনয় ও মুকেশ ছাড়াও ফাঁসি হবে পবন গুপ্তা ও অক্ষয় কুমার সিং। তিহাড় জেলে চারজনকে একসঙ্গে ফাঁসি দেওয়া হবে। এই প্রথম দেশএ একসঙ্গে চারজনকে মৃত্যুদণ্ড দেওয়া হল।

 

 

মৃত্যু পরোয়ানার তারিখ ঘোষণা হতেই ভেঙে পড়ে চার অপরাধী। যদিও শেষবারের মতো এদের পরিবারের সঙ্গে দেখা করার সুযোগ দেওয়া হবে। 

২০১২ সালের ১৬ ডিসেম্বর দিল্লির একটি চলন্ত বাসে নির্মমভাবে ধর্ষণ ও নির্যাতন করা হয় ২৩ বছরের প্যারামেডিক্যালের এক ছাত্রীকে। ১৩ দিনের লড়াই শেষে ২৯ ডিসেম্বর সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে মৃত্যু হয় নির্যাতিতার। এরপরেই ঘটনায় যুক্ত ছয় ধর্ষককে গ্রেফতার করে দিল্লি পুলিশ। দেশজুড়ে পড়ে যায় আলোড়ন। এদের মধ্যে একজন নাবালক হওয়ায় মুক্তি পেলেও বিচার চলতে থাকে ৫ অভিযুক্তের। এদের মধ্যে এক অভিযুক্ত জেলের মধ্যে আত্মহত্যা করে। 

২০১৭ সালে ফাঁসির সাজা হয় নির্ভয়াকাণ্ডের চার অভিযুক্তের। ২০১৮ সালের জুলাইতে সুপ্রিম কোর্ট চার অপরাধীর রায়ের পূনর্মূল্যায়ণের আবেদন খারিজ করে দেয় । রাষ্ট্রপতিও নির্ভয়াকাণ্ডের দোষীদের মুত্যুদণ্ডের আদেশ কার্যকর করতে সম্মতি দেন। 

PREV
click me!

Recommended Stories

প্রবল শীতে কাবু উত্তর ভারত, একাধিক রাজ্যে শৈত্য প্রবাহের সতর্ক বার্তা
8th Pay Commission: জানুয়ারি থেকে কেন বৃদ্ধি পায়নি বেতন! অষ্টম বেতন কমিশনের বর্দ্ধিত বেতন কবে মিলবে কর্মীদের?