স্বামীকে গাছে বেঁধে রেখে গণ-ধর্ষণ মধ্যপ্রদেশে! মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে আরও এক মহিলাকে নির্যাতন

Published : Oct 25, 2024, 09:39 PM IST
rape victim

সংক্ষিপ্ত

ব্যবধান মাত্র কয়েক ঘণ্টার। পরপর দুটি ধর্ষণের ঘটনায় হুলস্থুল পড়ে গেছে মধ্যপ্রদেশে। 

ব্যবধান মাত্র কয়েক ঘণ্টার। পরপর দুটি ধর্ষণের ঘটনায় হুলস্থুল পড়ে গেছে মধ্যপ্রদেশে। একটি রীবায় এবং অন্য ঘটনাটি ঘটেছে এই রাজ্যেরই আরও এক বড় শহর ইনদোরে। সবথেকে বড় বিষয় হল যে, দুটি ঘটনাই ঘটেছে একইদিনে, ২১ অক্টোবর, ২০২৪।

গত সোমবার, রীবার একটি পার্কে ঘুরতে বেড়িয়েছিলেন এক নবদম্পতি। সেই নির্যাতিতা পুলিশকে জানিয়েছেন, স্বামীর সঙ্গে পার্কে একটি বিষয়ে ঝামেলা শুরু হয়। সেই সময়, ওই পার্কেই পাঁচজন যুবক তাদের কাছে আসেন। তারপর তাঁকে ক্রমাগত উত্ত্যক্ত করতে থাকেন। স্বামী বাধা দিতে গেলে, উল্টে তাঁকেই মারধর শুরু করে দেন ওই যুবকেরা।

তাঁকে একটি গাছের সঙ্গে বেঁধে রাখেন তারা। তারপরই ওই পাঁচজন মিলে মহিলাকে গণধর্ষণ করেন বলে অভিযোগ। অভিযুক্তেরা গোটা ঘটনার ভিডিও করেছেন বলেও জানা যাচ্ছে। পুলিশের কাছে অভিযোগ জানালে, সেই ভিডিও সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দেওয়া হবে বলেও হুমকি দেওয়া হয়েছে।

এদিকে রীবার ডেপুটি পুলিশ সুপার হিমালি পাঠক সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন, নির্যাতিতার মেডিক্যাল পরীক্ষা করানো হয়েছে। একটি এফআইআর দায়ের করা হয়েছে ইতিমধ্যেই। ঘটনাটি প্রকাশ্যে আসতেই হুলস্থুল পড়ে গিয়েছে রীবা এলাকায়।

তবে শুধু রীবায় নয়, কয়েক ঘণ্টার ব্যবধানে রাজ্যেরই আরও এক শহর ইনদোরেও এক মহিলাকে ধর্ষণের অভিযোগ ওঠে এক দিনমজুরের বিরুদ্ধে। পুলিশ সূত্রে জানা যাচ্ছে, মঙ্গলবার ওই মহিলাকে অর্ধনগ্ন এবং রক্তাক্ত অবস্থায় সদর বাজার এলাকায় ইতস্ততভাবে ঘোরাঘুরি করতে দেখেন স্থানীয় মানুষজন। এরপর এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ। সেখানে দেখা যাচ্ছে, মহিলাকে পাশেরই বর্জ্য পরিশোধন কেন্দ্রে নিয়ে যান ওই দিনমজুর।

তার কিছুক্ষণ পরেই ফিরে আসতে দেখা যায় তাঁকে। তার কিছু পরেই মহিলাকে অর্ধনগ্ন, রক্তাক্ত অবস্থায় দেখতে পান স্থানীয়েরা। পুলিশ দাবি করছে, ফুটেজ দেখে ওই দিনমজুরকে আটক করা হয়। জেরায় তিনি ধর্ষণের কথা স্বীকারও করেছেন বলে দাবি এক তদন্তকারীর। কয়েক ঘণ্টার ব্যবধানে দুই শহরে ধর্ষণের ঘটনায় রাজ্য রাজনীতি রীতিমতো সরগরম হয়ে উঠেছে।

মধ্যপ্রদেশের প্রদেশ কংগ্রেস সভাপতি জিতু পাটোয়ারি রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলতে শুরু করে দিয়েছেন। তিনি বলেন, “আমাদের এক কন্যা রাস্তায় নগ্ন অবস্থায় উদ্ধার হচ্ছে, আর মুখ্যমন্ত্রী ব্যস্ত রয়েছেন অনুষ্ঠানে।” প্রদেশ কংগ্রেস সভাপতির এই বক্তব্যের পাল্টা জবাব দিয়েছেন রাজ্যের মন্ত্রী নরেন্দ্র শিবাজি প্যাটেল।

পাল্টা আক্রমণ করে তাঁর মন্তব্য, অভিযুক্তদের সকলকেই গ্রেফতার করা হয়েছে যথেষ্ট তৎপরতার সঙ্গেই।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

আধারের ফটোকপি জমা রাখা আর বাধ্যতামূলক নয়, নয়া নিয়ম আনছে কর্তৃপক্ষ, জেনে নিন বিস্তারিত
Indigo Flights Cancelled : ইন্ডিগোর বিমান বিভ্রাট অব্যাহত! চরম ভোগান্তি, আকাশপথে জট, রেলপথেই সমাধান!