রাষ্ট্রপতি ভবনের কাছেই উড়ল ড্রোন, আটক দুই মার্কিন নাগরিক, উদ্ধার উচ্চ-নিরাপত্তা এলাকার ছবি

  • নয়াদিল্লিতে রাষ্ট্রপতি ভবনের কাছেই ড্রোন ওড়াতে গিয়ে ধরা পড়লেন দুই মার্কিন নাগরিক
  • সম্পর্কে তাঁরা বাবা ও ছেলে
  • তাদের গ্রেফতার করে জেরা করা হচ্ছে
  • ড্রোন ক্যামেরা থেকে কেন্দ্রীয় সচিবালয় এলাকার কিছু ছবি উদ্ধার করা হয়েছে

 

amartya lahiri | Published : Sep 16, 2019 10:33 AM IST

নয়াদিল্লি-তে রাষ্ট্রপতি ভবনের কাছেই ড্রোন উড়িয়ে ছবি তুলছিলেন। সেই সময়ই পুলিশের হাতে আটক হলেন দুই মার্কিন নাগরিক। সম্পর্কে তাঁরা বাবা ও ছেলে।

সংবাদ সংস্থা এএনআই-এর খবর অনুযায়ী এই দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয় গত ১৪ সেপ্টেম্বর তারিখে। তাদের সঙ্গে থাকা ড্রোনটিকে বাজেয়াপ্ত করা হয়েছে। তাতে লাগানো ভিডিও ক্যামেরা থেকে উচ্চ-নিরাপত্তাযুক্ত কেন্দ্রীয় সচিবালয়ের বেশ কিছু ছবি ও ভিডিও উদ্ধার করেছে পুলিশ। তারা ঠিক কী কারণে ওই এলাকার ছবি তুলছিলেন তা এখনও জানা যায়নি। দিল্লি পুলিশ জানিয়েছে ওই দুই ব্যক্তিকে নাগারে জেরা করা হচ্ছে।

গত বছরই ডিসেম্বর মাসে অসামরিক বিমান চলাচল নিয়মন্ত্রক সংস্থা ডিজিসিএ ভারতে ড্রোন ওড়ানোর বেশ কিছু নিয়মাবলী চালু করে। ভারতের বেশ কিছু এলাকাকে নো-ড্রোন জোন বলে ঘোষণা করা হয়। কয়েকটি কৌশলগত এলাকা, গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা, এয়ারপোর্ট ও তার সংলগ্ন অঞ্চল, আন্তর্জাতিক সীমান্তবর্তী এলাকা, দিল্লির বিজয় চক, প্রতি রাজ্যের সচিবালয় এলাকায় ড্রোন ওড়ানো নিষিদ্ধ।

 

Share this article
click me!