Odisha: রাস্তা থেকে তুলে এনে মানুষ, পালিত কন্যার বিরুদ্ধে মা-কে নৃৃশংস ভাবে খুনের অভিযোগ

Published : May 17, 2025, 03:42 PM IST
Asianet News

সংক্ষিপ্ত

Odisha mysterious Crime News: রাস্তা থেকে কুড়িয়ে এনে যে মেয়েকে মানুষ করেছিলেন, সেই মেয়ের হাতেই খুন হতে হল মাকে। বিস্তারিত জানতে সম্পূর্ণ প্রতিবেদন পড়ুন….

Odisha mysterious Crime News: বিয়ের বছর ঘুরলেও হচ্ছিল না সন্তান। বহুদিন নিঃসন্তান থাকার পর একদিন রাস্তায় কুড়িয়ে পান তিনদিনের এক শিশুকন্যাকে। ভগবানের দান ভেবে রাস্তায় পড়ে থাকা ওই দুধের শিশুকে ঘরে তুলে নিয়ে এসেছিলেন নিঃসন্তান দম্পতি। ভেবেছিলেন, নিজের পেটের সন্তান নয় তো কী হয়েছে। কুড়িয়ে পাওয়া সন্তানকেই মানুষের মত মানুষ করে তুলবেন।

দম্পতির সেই আশায় সেগুড়ে বালি! পালিত কন্যার হাতেই খুন হতে হল মা-কে। শুনতে অবাক লাগতেও এটাই সত্যি। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে, ওড়িশার গজপতি জেলায়। অভিযুক্ত অষ্টম শ্রেণির ছাত্রী এবং তার দুই প্রেমিককে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, গত ২৯ এপ্রিল হঠাৎ করে মারা যান রাজলক্ষ্মী কর নামের ওই মহিলা। জানা গিয়েছে, স্বামী মারা যাওয়ার পর থেকে নিজেদের বাড়ি ছেড়ে ভাড়াবাড়িতেই পালিত কন্যাকে নিয়ে থাকছিলেন তিনি। সূত্রের খবর, পালিত কন্যা অষ্টম শ্রেণির ছাত্রী। সে পড়াশোনায়ও ভালো। তার সুবিধার কথা ভেবেই রাজলক্ষ্মী কর নামের ওই মহিলা ভাড়া বাড়িতে থাকতে শুরু করেছিলেন। এদিকে মেয়েটি একটি নয়, দুটি প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে। যা নিয়ে মায়ের সঙ্গে অশান্তিও হয়।

এদিকে মেয়েটি তার মামা অর্থার রাজলক্ষ্মীর ভাই শিবপ্রসাদ মিশ্রকে ফোন করে জানায়, হৃদরোগে আক্রান্ত হয়ে তার মায়ের মৃত্যু হয়েছে। এমনকি কয়েকজন পরিচিতকে নিয়ে সে মায়ের শেষকৃত্য করে ফেলেছে বলেও জানায় মামাকে। সেই খবর পাওয়া মাত্রই দিদির বাড়িতে যান রাজলক্ষীর ভাই। মনে মনে ভেবেছিলেন, এবার অনাথ মেয়েটির দায়িত্ব তিনিই নেবেন। কিন্তু হঠাৎ তিনি আবিস্কার করেন, তার দিদি মারা যাননি, খুন হয়েছে।

মৃতার ভাই এই বিষয়ে পুলিশে অভিযোগ দায়ের করতে গিয়ে জানান যে, মেয়েটি ফোনে তাকে জানিয়েছিল যে, সে মায়ের শেষকৃত্য করে ফেলেছে। কেন তার জন্য একটু অপেক্ষা করা গেল না? এই প্রশ্নের উত্তরে কোনও সদুত্তর দিতে পারেনি ওই নাবালিকা ছাত্রী। পরে দিদি বাড়িতে গিয়ে তার জিনিসপত্র ঘাঁটাঘাটি করতে গিয়ে দেখা যায়, দিদি রাজলক্ষ্মীর গয়না উধাও। এরপর একটি পড়ে থাকা ফোনের সূত্র ধরেই দিদি যে খুন হয়েছে বিষয়টি বুঝতে পারেন মৃতার ভাই।

সূত্রের খবর, গত ১৪ মে উদ্ধার হওয়া ওই ফোনটি নিয়ে থানায় যান মৃতার ভাই শিবপ্রসাদ মিশ্র। তিনি পুলিশকে ইনস্টাগ্রামের চ্যাট দেখান। সে সব পরীক্ষা করে কার্যত 'থ' বনে যায় পুলিশ। জানা গিয়েছে, অষ্টম শ্রেণির ওই ছাত্রী এক নয়, দু-জনের সঙ্গে প্রেংের সম্পর্কে জড়িত। তার মা বিষয়টি বুঝতে পারায় বকাবকি করেছিল নাবালিকা কন্যাকে। কিন্তু মেয়ে তারপর ওই দুই প্রেমিককে সঙ্গে নিয়ে মাকে খুনের পরিকল্পনা করে। রাজলক্ষ্মীকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার জন্য ইনস্টাগ্রাম চ্যাটে প্রেমিকদের সঙ্গে মিলে ছক কষে মেয়ে। এমনটাই পুলিশ সূত্রে খবর।

পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, গণেশ রথ (২১) ও দীনেশ সাউ (২০) নামে দুই যুবকের সঙ্গে আলোচনা করে মাকে খুনের পরিকল্পনা করেছিল ওই নাবালিকা। গত ২৮ এপ্রিল রাতে খাবারের সঙ্গে অনেকগুলো ঘুমের ওষুধ মিশিয়ে মাকে খাইয়ে দিয়েছিল ১৩ বছরের কন্যা। তার পর শ্বাসরোধ করে খুন করে মাকে। আরও জানা গিয়েছে, পরের দিন ওই দুই যুবককে বাড়িতে ডাকে মেয়েটি। মায়ের দেহ নিয়ে যায় স্থানীয় হাসপাতালে। চিকিৎসকেরা রাজলক্ষ্মীকে মৃত বলে ঘোষণা করার পরে গাড়িভাড়া করে মাকে শ্মশানে নিয়ে যায় মেয়ে। সঙ্গে ছিলেন ওই দুই প্রেমিক। শেষকৃত্যের পরে রাজলক্ষ্মীর ভাইকে ফোন করে মায়ের মৃত্যুসংবাদ দেয় ওই পালিত নাবালিকা কন্যা।

এদিকে ঘটনায় নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ওই দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে। মেয়েটিকেও জুভেনাইল জাস্টিস বোর্ডে হাজির করানো হয়। কীভাবে তিনজনে মিলে তারা এই কাণ্ড ঘটাল তা জানতে গোটা বিষয়টি খতিয়ে দেখে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

LIVE NEWS UPDATE: IndiGo উড়ান পরিষেবায় অচলাবস্থা অব্যাহত, সমস্যায় যাত্রীরা
পুতিনকে দেওয়া মোদীর ৬টি উপহার দেখুন ছবিতে, তালিকায় রয়েছে বাংলার বিখ্যাত এই জিনিসটি