শিলাবৃষ্টিতে অন্য ছবি গুজরাটে। শিলার কুচির সঙ্গে ঝুরো বরফে ঢাকল বিস্তীর্ণ এলাকা। আমেদাবাদ-রাজকোট হাইওয়ে ঢেকে গেল শিলা আর বরফের কুঁচিতে।
শিলাবৃষ্টিতে অন্য ছবি গুজরাটে। শিলার কুচির সঙ্গে ঝুরো বরফে ঢাকল বিস্তীর্ণ এলাকা। আমেদাবাদ-রাজকোট হাইওয়ে ঢেকে গেল শিলা আর বরফের কুঁচিতে। বেশ কিছু জায়গায় বড় বড় বরফের খণ্ডও পড়েছিল। আবহাওয়ার এই খামখেয়ালীপনায় কিছুটা হলেও হতবাক স্থানীয় বাসিন্দারা। অনেকেই আবার উচ্ছ্বাস প্রকাশও করেন।