দেহব্যবসার পর্দাফাঁস, চাকরির প্রলোভন দেখিয়ে অশ্লীল কাজে বাধ্য করার অভিযোগ

Published : Aug 31, 2019, 09:22 AM IST
দেহব্যবসার পর্দাফাঁস, চাকরির প্রলোভন দেখিয়ে অশ্লীল কাজে বাধ্য করার অভিযোগ

সংক্ষিপ্ত

ফের হানা দিয়ে দেহব্যবসার পর্দাফাঁস করল পুলিশ মোট ১৬ মহিলা উদ্ধার, যার মধ্যে ১১ বাংলাদেশের নাগরিক কাজের প্রলোভন দেখিয়ে জোর করে দেহব্যবসার কাজে নামানোর অভিযোগ মুম্বইয়ে ডি বি মার্গ পুলিশ স্টেশনে দায়ের করা হয়েছে মামলা৷     

মুম্বই: ফের বড়সড় দেহব্যবসার পর্দাফাঁস করল মুম্বই পুলিশ৷ অজ্ঞাত পরিচয় এক মহিলার ফোনে পুলিশের কাছে এই দেহব্যবসার খবর এলে, তার ভিত্তিতে হানা দেয় মুম্বই পুলিশ৷ উদ্ধার হয় ১৬ মহিলা৷ 

জানা গিয়েছে, বুধবার মুম্বই পুলিশের সোশ্যাল সার্ভিস ব্রাঞ্চে এক মহিলা ফোন করে জানান, তাঁকে জোর করে দেহব্যবসার কাজে নামানো হয়েছে এবং তার ওপর অকথ্য অত্যাচারও চলছে৷ এরপর ওই অভিযোগকারিণীর সঙ্গে দেখা করে সোশ্যাল সার্ভিস ব্রাঞ্চের আধিকারিকরা৷ 

আরও পড়ুন- ৬ বছরে সর্বনিম্ন, আর্থিক বৃদ্ধির হার নামল ৫ শতাংশে

সংবাদ সূত্রের খবর অনুযায়ী, বাংলাদেশি ওই মহিলা আর্থিক অনটনের কারণে পরিবারকে সাহায্য করতেই মুম্বই আসেন৷ এক পরিচিত ব্যক্তি তাকে ভালো বেতনে চাকরির প্রলোভন দেখিয়ে মুম্বই নিয়ে আসে৷ রাতের অন্ধকারে অবৈধভাবে তাকে নবি মুম্বইয়ে নিয়ে এসে বিক্রি করে দেয় ওই ব্যক্তি৷ এরপরই তাকে দেহব্যবসার কাজে জোর করে নামানো হয় এবং চলে নির্যাতনের পালা, এমনই অভিযোগ বাংলাদেশি মহিলার৷ 

এরপর এক গ্রাহকের থেকেই নির্যাতিতা মুম্বই পুলিশের সোশ্যাল সার্ভিস ব্রাঞ্চের ফোন নম্বর পেয়ে যোগাযোগ করে৷ তার অভিযোগের ভিত্তিতে পুলিশ হানা দেয় গ্র্যান্ট রোডের একটি বাড়িতে এবং দেহব্যবসার পর্দাফাঁস করে এবং সেই সঙ্গে ডিবি মার্গ পুলিশ স্টেশনে একটি মামলা দায়ের হয়৷  

অভিযান চালিয়ে ১৬ মহিলাকে সেখান থেকে উদ্ধার করা হয়, যার মধ্যে ১১ বাংলাদেশি নাগরিক বলে জানা গিয়েছে৷

PREV
click me!

Recommended Stories

News Round Up: কলকাতায় পা রাখছেন মেসি থেকে শুরু করে শুভেন্দুর নিশানায় মমতা, সারাদিনের খবর এক ক্লিকে
জনগণনা ২০২৭: ৩০ লক্ষ কর্মী, ১১,৭১৮ কোটি টাকা বাজেট, বিশ্বের বৃহত্তম সমীক্ষা