কাশ্মীরে অশান্তি নেহেরুর দায়, সংসদ থেকে তোপ অমিত শাহর

  • কাশ্মীর থেকে সদ্য় ফিরেছেন তিনি
  • প্রতিশ্রুতি মোতাবেক নিরাপত্তা বৈঠক সেরেছেন রাজ্যপাল সত্যমালিক সিংহের সঙ্গে 
  • ফিরেই কাশ্মীর নিয়ে নিজের মত পরিস্কার জানালেন অমিত শাহ
arka deb | Published : Jun 28, 2019 12:16 PM IST

কাশ্মীর থেকে সদ্য় ফিরেছেন তিনি। প্রতিশ্রুতি মোতাবেক নিরাপত্তা বৈঠক সেরেছেন রাজ্যপাল সত্যমালিক সিংহের সঙ্গে। তারপরেই বড় সিদ্ধান্তের কথা জানালেন অমিত শাহ। রমজান এবং অমরনাথ যাত্রা পর্যন্ত কাশ্মীরের ভোট এক্ষুনি হচ্ছে না। নিরাপত্তারর কথা ভেবেই এই ভোট পিছিয়ে দেওযার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কাশ্মীর বিধানসভার ভোট হতে পারে এই বছরের শেষে। একই সঙ্গে তাঁর দাবি, এই বছরের শেষ পর্যন্ত কাশ্মীরে যাতে রাষ্ট্রপতির শাসন জারি থাকে, সে ব্যাপারেও প্রস্তাবনা তৈরি করবেন তিনি।

এদিন সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তীব্র প্রতিক্রায় দেন কাশ্মীর নিয়ে। চোখ বুলিয়ে নেওয়া যাক কাশ্মীর সমস্যা নিয়ে তাঁর বক্তব্যে-

Latest Videos

প্রসঙ্গত উল্লেখ্য সীমান্তবাসীদের জন্যে সংরক্ষণের বিষয়েও মুখ খুলেছেন অমিত শাহ। তিনি এদিন বলেন, ' আন্তর্জাতিক  বর্ডারের কাছাকাছি প্রতিদিন বিপদে থাকা মানুষের জন্যে সংরক্ষণ চালু করতে চায় সরকার। এই সংরক্ষণ কাউকে তুষ্ট করার জন্যে নয়।' তাঁর আরও দাবি,  'রাজনাথ সিংহের প্রদেয় সময়ের মধ্যেই সীমান্তে নিরাপত্তা স্বার্থে বাঙ্কার তৈরি করবে সরকার।' 

Share this article
click me!

Latest Videos

দেবের সামনেই! ঘাটালে TMC-র শত্রু TMC! Dev ও শঙ্কর অনুগামীদের মধ্যে হাতাহাতি | Ghatal | Dev |
২৬ এর নির্বাচনে কী থাকবেন ফিরহাদ হাকিম? বাতলে দিলেন শমীক ভট্টাচার্য #shorts #shortsfeed #bjp #tmc
হাড়োয়ায় তৃণমূল জিততেই বিজেপি প্রার্থীর জমি তচনচ, ক্ষোভ উগরে যা বললেন Samik Bhattacharya
Sukhendu Sekhar কী বিজেপিতে যোগ দিচ্ছে? জল্পনা উস্কে যা বললেন Agnimitra Paul
তন্ত্রযোগ? নাকি বৌমা ও ছেলেকে শিক্ষা দিতেই...আটক দাদু, ঠাকুমা ও জেঠিমা | Hooghly News Today