কংগ্রেস সরকারের চালু করা প্রকল্প নিয়ে রাহুল গান্ধীকে নিশানা রাজীবচন্দ্র শেখরের

রাজীব চন্দ্রেশখর বলেছেন, কংগ্রেস নিজেই জানিয়েছে স্বাবলম্বী সারথি যোজনাটি কংগ্রেসের পরিকল্পতি। এটি তারাই ঘোষণা করেছে আর চালিয়ে যাচ্ছে।

 

কর্ণাটক সরকারের 'স্বাবলম্বী সারথী যোজন' নিয়ে ক্রমশই রাজনৈতিক তরজা বাড়ছে। এদিন এই বিষয় নিয়ে সোশ্যাল মিডিয়ায় কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা রাজীব চন্দ্রশেখর সরাসরি নিশানা করেছেন কংগ্রেস নেতাদের। সোশ্যাল মিডিয়ায় তিনি বেশ কিছু অভিযোগ করে নিশানা করেছেন, কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া, উপমুখ্যমন্ত্রী ডিকে শিবকুমার ও কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে।

সোশ্যাল মিডিয়ায় বার্তা দিয়ে রাজীব চন্দ্রেশখর বলেছেন, কংগ্রেস নিজেই জানিয়েছে স্বাবলম্বী সারথি যোজনাটি কংগ্রেসের পরিকল্পতি। এটি তারাই ঘোষণা করেছে আর চালিয়ে যাচ্ছে। এই কথা বলেই বিজেপি নেতা প্রশ্ন করেছেন, কেন শুধুমাত্র সংখ্যালঘুদের জন্য এই প্রকল্প চালু করা হয়েছিল। তিনি বলেন কংগ্রেসের এই পদক্ষেপে রাজ্যের সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছে। তিনি বলেন, তাঁর টুইট ও জনগণের ক্ষোভের দেখার পরই এই প্রকল্পের অন্তর্ভুক্ত করা হয়েছে রাজ্যের ওবিসি সম্প্রদায়ের মানুষদের। এখনও পর্যন্ত তফশিলি জাতি ও উপজাতি সম্প্রদায়ের সদস্যদের এই প্রকল্পের আওতায় তানা হয়নি। তিনি আরও অভিযোগ করেন কংগ্রেস নেতারা এই বিষয়ে বড়ই উদাসীন।

Latest Videos

 

 

এরপরই কেন্দ্রীয় মন্ত্রী রাজীব চন্দ্রশেখর রাহুল গান্ধীকে নিশানা করেন। তিনি বলেন, রাহুল গান্ধীর কংগ্রেস , ইউপিএ বা ইন্ডিয়া জোট বারবার প্রমাণ করার চেষ্টা করেছে তারা শুধুমাত্র কীভাবে তুষ্টির রাজনীতি করতে পারে। তারা নিজেদের স্বার্থেই রাজনীতি করে। তিনি আরও বলেন আগামী দিনে সব সত্য প্রকাশিত হবে। তিনি অভিযোগ করেন সাংবাদিকদের ভয় দেখিয়ে সত্যকে আটকে রাখা যাবে না।

সম্প্রতি হিন্দির এক টিভি চ্যানেলের সাংবাদিকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে কংগ্রেস সরকার। কংগ্রেস সরকারের অভিযোগ সাংবাদিক ধর্মীয় উস্কানিমূলক মন্তব্য করেছিলেন।

রাজীবচন্দ্র শেখর কংগ্রেস নেতা সিদ্দারমাইয় ও ডিকে শিবকুমারের দিকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে বলেন, যদি তারা সমস্ত মানুষের প্রতি আন্তরিক হয় তবে তাদের অবশ্যই মাসিক ভিত্তিতে এই স্কিমের সুবিধাভোগীদের প্রকাশ করতে হবে ।

Share this article
click me!

Latest Videos

'লুঙ্গিতে গিট বেঁধে আসুক, না হলে ওদের লুঙ্গিকে প্যারাসুট বানিয়ে ছেড়ে দেব' | Sukanta Majumdar Today
বিস্ফোরক অভিযোগ Agnimitra Paul-এর! Mamata-র বিরুদ্ধে RG Kar কাণ্ডের প্রমাণ লোপাটের সরাসরি তোপ
পুরো রুট বলেদিলেন! জঙ্গিদের স্বর্গরাজ্য এই বাংলা! শুভেন্দুর কথায় অশনি সংকেত | Suvendu Adhikari
Suvendu Adhikari: হিন্দুদের ভোটার আইকার্ড কেড়ে নেওয়ার ষড়যন্ত্র, এ কী বলছেন শুভেন্দু
'Uttar Pradesh-এর মতো সুশাসন আনবো West Bengal-এ' Suvendu Adhikari- র চরম প্রতিশ্রুতি #shorts