১ ফেব্রুয়ারি থেকে বন্ধ UPI পরিষেবা! আর অনলাইনে করা যাবে না টাকা লেনদেন, কড়া নির্দেশ দিল NCPI

Published : Jan 30, 2025, 06:26 PM IST

১ ফেব্রুয়ারি থেকে বন্ধ UPI পরিষেবা! আর অনলাইনে করা যাবে না টাকা লেনদেন, কড়া নির্দেশ দিল NCPI

PREV
111

UPI পেমেন্ট ছাড়া এখনও বাজারে যাওয়ার কথা ভাবাই যায় না। হাতে ক্যাশ টাকা কম আর অনলাইনে টাকা বেশি রাখার অভ্যাস অনেকেরই রয়েছে।

211

গত কয়েক বছরে মারাত্মক ভাবে বেড়ে গিয়েছে ইউপিআই পেমেন্ট। কিন্তু ১ ফেব্রুয়ারি থেকে বন্ধ এই পরিষেবা।

311

খবর শুনে চমকে গেলেও একেবারেই সত্য এই তথ্য। আগামী ১ ফেব্রুয়ারি থেকে বন্ধ হয়ে যাবে UPI পরিষেবা।

411

বিষয়টি নয়ে বিস্তারিত জানিয়েছে ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া। কিন্তু কোন ক্ষেত্রে বন্ধ হয়ে যাচ্ছে এই পরিষেবা আসুন জেনে নেওয়া যাক।

511

জানা গিয়েছে যাদের ইউপিআই আইডিতে স্পেশাল ক্যারেক্টর রয়েছে অর্থাৎ @ বা # তাদের ইউপিআই লেনদেন বন্ধ হয়ে যাবে।

611

যে ইউপিআই অ্যাপ এই নির্দেশ মানবে না সেই অ্যাপের মাধ্যমে আর টাকা লেনদেন করা যাবে না।

711

এখন থেকে ইউপিআইডিতে ৩৫ ডিপজিটের অক্ষর ও নম্বর রাখার নির্দেশ দিয়েছে NCPI।

811

তবে সব থেকে বেশি ব্যবহৃত ফোন পে ও পেটিএম-এ এই ধরনের কোনও স্পেশাল ক্যারেক্টর থাকে না। তবে বেশ কিছু ইউপিআই অ্যাপে থাকে এই ধরনের আইডি।

911

যাদের এই ধরনের আইডি ব্যবহার করে ইউপিআই পেমেন্ট করতে পারবেন না ১ ফেব্রুয়ারি থেকে।

1011

এইভাবেই আলফানিউমেরিক ব্যবহার করে সিস্টেমে বদল আনতে চলেছে NCPI।

1111

ফলত ১ ফেব্রুয়ারি থেকে অনলাইন পেমেন্ট করতে গিয়ে হিমশিম খেতে হতে পারে ব্যাবহারকারীদের।

click me!

Recommended Stories