সিরিয়াল বিস্ফোরণে মৃত্যুপুরী দিল্লি, নিজের দেশের নাগরিকদের সতর্ক করল আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স

Published : Nov 11, 2025, 07:36 AM IST
Delhi blast timeline

সংক্ষিপ্ত

সোমবার সন্ধ্যায় দিল্লির লালকেল্লার কাছে এক সিরিয়াল বিস্ফোরণে অন্তত ১০ জন নিহত ও ২৬ জনের বেশি আহত হয়েছেন। এই ঘটনার পর আমেরিকা ও ব্রিটেন তাদের নাগরিকদের জন্য ভারতে ভ্রমণ সতর্কতা জারি করেছে। 

সোমবার সন্ধ্যার রাজধানীর বুকে তীব্র বিস্ফোরণ হয়। এই ঘটনায় অন্তত নিহত ১০। আহতের সংখ্যা ২৬-রও বেশি। এই পরিস্থিতিতে নিজের দেশের নাগরিকদের জন্য সতর্কবার্তা জারি করল আমেরিকা ও ব্রিটেন। দিল্লির লালকেল্লা ও সংলগ্ন এলাকা এড়িয়ে চলতে বলার পাশাপাশি দেশের সর্বত্রই সতর্ক থাকতে বলা হয়েছে।

ভারতে আমেরিকার দূতাবাসের তরফে বলা হয়েছে, ১০ নভেম্বর মধ্য দিল্লির লালকেল্লা মেট্রো স্টেশনের কাছে একটি গাড়িতে বিস্ফোরণ ঘটেছে। যাতে অনেকের প্রাণহানি ঘটেছে। বিস্ফোরণের কারণ এখনও পর্যন্ত জানা না গেলেও একাধিক রাজ্যে হাই অ্যালার্ট জারি করেছে ভারত সরকার।

ব্রিটেনের তরফে নির্দেশিকা জারি করে বলা হয়েছে, লালকেল্লা মেট্রো স্টেশন এলাকায় থাকলে স্থানীয় প্রশাসনের নির্দেশ অনুযায়ী চলতে হবে। নজর রাখতে হবে স্থানীয় সংবাদমাধ্যমের খবরে। তেমনই ভারত সফল নিয়ে সতর্ক করা হয়েছে। ভারত-পাকিস্তান সীমান্তের ১০ কিমি এলাকা এড়িয়ে চলতে হবে। ওয়াঘা-আট্টারি সীমান্ত বন্ধ আপাতত। জম্মু ও কাশ্মীর, বিশেষ করে পহেলগাঁও, গুলমার্গ, সোনমার্গ, শ্রীনগর এবং জম্মুি ও শ্রীনগর হাইওয়ে নিয়েও সতর্ক করা হয়েছে।

প্রসঙ্গ, লালকেল্লার কাছে হরিয়ানা নম্বর আই২০ গাড়িতেই দিল্লিতে বিস্ফোরণ হয়। ঘটনায় নিহত ১০। আহতের সংখ্যা ২৬-রও বেশি। পুলিশ নেমেছে তদন্তে। হরিয়ানায় এই গাড়ি কার নামে আছে তা দেখা হচ্ছে। গাড়ির নম্বর এইতআর ২৬৭৬৭৪। স্পেশাল সেলের একটি টিম কালই হরিয়ানার উদ্দেশ্য। গুরুগ্রামের গাড়িটি মোহাম্মাদ সলমন-র নাম ছিল। কিন্তু, তা ওখলায় বিক্রি করা হয়েছিল। পুলিশ গাড়ির মালিককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এদিকে দিল্লির লাল কেল্লার কাছে গাড়ি বোমা হামলার পর, হেল্পলাইন নম্বর জারি করা হয়েছে। এই নম্বরগুলিতে নিখোঁজ ব্যক্তির খবর দিলে তদন্তের প্রতিশ্রুতি দেওয়া হয়। দিল্লি পুলিশের ডায়াল ১১২ দিনরাত ২৪ ঘন্টা চালু থাকে। দিল্লি পুলিশ কন্ট্রোল রুমের ০১১-২২৯১০০১০ অথবা ০১১-২২৯১০০১১ নম্বরেও কল করা যেতে পারে।

এলএনজেপি হাসপাতালে ভর্তি আহতদের খোঁজখবর নিতে, ০১১-২৩২৩৩৪০০ এবং ০১১-২৩২৩৯২৪৯ নম্বরে হেল্পলাইন নম্বর জারি করা হয়েছে। এই নম্বরগুলিতে আহতদের সম্পর্কে তথ্য পাওয়া যায়। দিল্লি ফায়ার সার্ভিস ১০১, অ্যাম্বুলেন্স ১০২, অথবা ১০৮ নম্বরেও কল করা যেতে পারে। দিল্লি বোমা হামলায় নিহত এবং আহতদের সম্পর্কেও তথ্য এই নম্বরগুলিতে পাওয়া যেতে পারে। যদি অন্য কোনও রোগীকে এইমস ট্রমা সেন্টারে স্থানান্তর করা হয়, তাহলে ০১১-২৬৫৯৪৪০৫ নম্বরে কল করে তাদের সম্পর্কে তথ্য পাওয়া যেতে পারে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Indian Railways: এবার তৎকাল টিকিট বুকিংয়ের নিয়মে বড়সড় রদবদল, জানিয়ে দিল রেল
রজস্বলা নাবালিকাকে একটা স্যানিটারি ন্যাপকিন দিতে ব্যর্থ ইন্ডিগো, বাবার কাতর আর্জির ভিডিয়ো ভাইরাল