‘ইসলামিক রাজনীতি’ আর হালাল সার্টিফিকেশন নিয়ে বিস্ফোরক মন্তব্য মুখ্যমন্ত্রী যোগীর

‘ইসলামিক রাজনীতি’ আর হালাল সার্টিফিকেশন নিয়ে বিস্ফোরক মন্তব্য মুখ্যমন্ত্রী যোগীর

Arup Dey   | ANI
Published : Oct 22, 2025, 06:49 PM IST

Yogi Adityanath : দীপাবলির আবহে 'হালাল সার্টিফিকেশন' নিয়ে তোপ দাগলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি বলেন, ভারতের সনাতন ধর্মের ওপর সবচেয়ে বড় আঘাত ছিল 'ইসলামিক রাজনীতি', যা আজও দেশকে বিভক্ত করার চেষ্টা করছে।

Yogi Adityanath : দীপাবলির প্রাক্কালে 'হালাল সার্টিফিকেশন' ইস্যুতে সরব হলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। গোরক্ষপুরে আরএসএসের শতবর্ষ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, ভারতের সনাতন ধর্মের ওপর সবচেয়ে বড় আঘাত ছিল 'ইসলামিক রাজনীতি'।

যোগীর অভিযোগ, ইতিহাসে ইচ্ছে করেই আড়াল করা হয়েছে রাজনৈতিক ইসলামের বিরুদ্ধে গুরু গোবিন্দ সিং, ছত্রপতি শিবাজি ও মহারানা প্রতাপদের সংগ্রামের অধ্যায়। তাঁর দাবি, 'রাজনৈতিক ইসলাম' এখনও ভারতকে বিভক্ত করার চেষ্টা করছে।

হালাল সার্টিফিকেশন প্রসঙ্গে যোগী বলেন, 'সাবান থেকে জামাকাপড়, এমনকী দেশলাই পর্যন্ত এখন হালাল ট্যাগ দেওয়া হচ্ছে। এতে প্রায় ২৫ হাজার কোটি টাকার ব্যবসা চলছে, যার কোনও সরকারি স্বীকৃতি নেই।' মুখ্যমন্ত্রীর অভিযোগ, এই অর্থ ধর্মান্তর, সন্ত্রাস এবং তথাকথিত 'লাভ জিহাদ'-এর কাজে ব্যবহার হচ্ছে।

তিনি জানান, উত্তরপ্রদেশে হালাল পণ্যের বিক্রিতে ইতিমধ্যেই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পাশাপাশি জনগণকে স্বদেশী পণ্য ব্যবহারের আহ্বান জানান যোগী।

অখিলেশ যাদবকে আক্রমণ করে যোগী বলেন, দীপাবলিতে প্রদীপ জ্বালানোর বিরুদ্ধে মন্তব্য করে সমাজবাদী পার্টি নেতা প্রমাণ করেছেন যে তাঁর অযোধ্যা, শ্রীরাম মন্দির এবং সনাতন ধর্মের উৎসবের প্রতি ঘৃণা রয়েছে। মুখ্যমন্ত্রীর কটাক্ষ, 'গদি উত্তরাধিকার সূত্রে পাওয়া যায়, বুদ্ধি নয়।'

12:05'হিন্দু মেরে ইসলামিক দেশ হতে চাইছে বাংলাদেশ' হস্তক্ষেপ করবেন মোদী?
08:05Bangladesh India : 'ভারতকে চোখ রাঙালে বরবাদ হবে বাংলাদেশ' হুঁশিয়ারি ভারতীয় মুসলিম সমাজের
07:26Bangladesh Unrest : দিকে দিকে খুন আর অগ্নিসংযোগ, মৌলবাদীদের তাণ্ডবে তছনছ বাংলাদেশ
05:48India Bangladesh : ভারত বিদ্বেষ, বাংলাদেশের ভবিষ্যৎ কী? বিশেষজ্ঞের চাঞ্চল্যকর মন্তব্য!
20:23অনুপ্রবেশকারী ইস্যুতে ধুন্ধুমার! রাজ্যসভায় বিস্ফোরক শমীক, পাল্টা তোপ তৃণমূলের
04:15'বাবরি মসজিদ হলে পরিণাম ভালো হবে না' হুমায়ুনকে চরম হুঁশিয়ারি শঙ্করাচার্যের
06:08সংসদে 'SIR' নিয়ে বিরোধীদের কড়া জবাব, বিরোধীদের কার্যত ধুয়ে দিলেন সুধাংশু ত্রিবেদী
05:13Lok Sabha : সংসদে বসে ই-সিগারেট টানছিলেন TMC সাংসদ! ধরে ফেললেন অনুরাগ ঠাকুর, কী হল দেখুন!
07:43রাহুলের বাউন্সার, শাহের ছক্কা! 'SIR' ইস্যুতে সংসদে ধুন্ধুমার লড়াই! দেখুন ভিডিও
07:45'বন্দে মাতরম গাইব না আমরা' সাংসদের এই মন্তব্যের পর 'পাকিস্তানে চলে যাও' স্লোগান সংসদে!
Read more