ধর্ষণ কতরকম , তার ব্যখ্যা দিতে গিয়ে রোষের মুখে উত্তর প্রদেশের মন্ত্রী

Indrani Mukherjee |  
Published : Jun 10, 2019, 03:33 PM IST
ধর্ষণ কতরকম , তার ব্যখ্যা দিতে গিয়ে রোষের মুখে উত্তর প্রদেশের মন্ত্রী

সংক্ষিপ্ত

সব ধর্ষণ সমান নয় ধর্ষণের নিজস্ব কিছু প্রকৃতি রয়েছে ধর্ষণ নিয়ে বিরূপ মন্তব্য করে রোষের মুখে উত্তর প্রদেশের জলসম্পদ মন্ত্রী

সব ধর্ষণ সমান নয়! ধর্ষণের নিজস্ব কিছু প্রকৃতি রয়েছে। ধর্ষণ নিয়ে বিরূপ মন্তব্য করে রোষের মুখে উত্তর প্রদেশের জলসম্পদ, বন ও পরিবেশ মন্ত্রী উপেন্দ্র তিওয়াড়ি। 

গত রবিবার সংবাদমাধ্যমের পক্ষ থেকে তাঁকে প্রশ্ন করা হয় যে, সাম্প্রতিককালে রাজ্যে ধর্ষণের পরিমাণ যেভাবে বেড়ে চলেছে, তাতে কী মত তাঁর। আর এরই উত্তরে তিনি যে মন্তব্য করেছেন তার প্রেক্ষিতেই রোষের মুখে পড়েছেন তিনি। তিনি বলেন, কোনও নাবালিকাকে ধর্ষণ করা হলে তা নিঃসন্দেহে অপরাধ। কিন্তু কোনও বিবাহিত মহিলাকে ধর্ষণ করা হলে তখন বিষয়টা আর একরকম। 

সম্প্রতি উ ত্তরপ্রদেশের আলিগড়ে ঘটে যাওয়া ধর্ষণের ঘটনাটি নিয়ে গোটা দেশেই চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। আলিগড়ে শিশুকন্যাকে খুন করে ধর্ষণের দায়ে গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে। আর এই পরিস্থিতিতে মন্ত্রী এইরকম মন্তব্য করে রীতিমতো বিপাকে মন্ত্রী।

PREV
click me!

Recommended Stories

সুপ্রিম কোর্টের নির্দেশে ধারে ভোজশালা-কমল মৌলায় সরস্বতী পুজো, বাইরে কড়া নিরাপত্তা
LIVE NEWS UPDATE: সুপ্রিম কোর্টের নির্দেশে ধারে ভোজশালা-কমল মৌলায় সরস্বতী পুজো, বাইরে কড়া নিরাপত্তা