
মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরকাশী। হারসিলের কাছে ধরলি এলাকায় মেঘভাঙা বৃষ্টির তোড়ে ভেসে গেছে একটি গ্রাম। গ্রামের কয়েকজন বাসিন্দা নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। উত্তরকাশীর পুলিশ জানিয়েছে, হারসিলের ক্ষীরগড়ে জলস্তর বৃদ্ধি পয়েছে। ধারালিতে ক্ষয়ক্ষতির খবর পেয়ে পুলিশ SDRF, সেনাবাহিনী, দুর্যোগ মোকাবিলা বাহিনী কাজ করছে।
সোশ্যাল মিডিয়ায় মেঘভাঙা বৃষ্টির ছবি ভাইরাল হয়েছে। উত্তরাখণ্ডের পুলিশ জানিয়েছে জরুরি পরিষেবা ও বাকি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে। উদ্ধারকাজ শুরু হয়েছে। মঙ্গলবার সকাল থেকেই উত্তরাখণ্ডের বিচ্ছিন্ন স্থানে প্রবল বৃষ্টি হচ্ছে। যদিও পূর্বেই ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল মৌসম ভবন।
স্থানীয় এক গ্রামবাসী জানিয়েছে, প্রবল বৃষ্টি হয়। তাতে জলের স্তর বেড়ে যায়। ধ্বংসস্তূপের নিচে প্রায় ১০-১২ জন চাপা পড়ে থাকতে পাকে। একটি হোটেল ও হোমস্টে জলের তোড়ে ভেসে গিয়েছে। প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে বলেও জানিয়েছে স্থানীয়রা। এই মরশুমে উত্তরাখণ্ডে প্রবল বৃষ্টি হচ্ছে। বিপর্যস্ত হয়ে পড়েছে পাহাড়ি রাজ্যটি। প্লাবিত হয়েছে নদী। সোমবার হলদওয়ানির কাছে ভাখরা নদীতে তীব্র স্রোতে একজন ডুবে গিয়েছে। রাজ্য জরুরি অপারেশন সেন্টার জানিয়েছে যে রাতারাতি ভূমিধসের কারণে রুদ্রপ্রয়াগে পাহাড়ের ঢাল থেকে পড়া ধ্বংসাবশেষ এবং পাথরের নিচে দুটি দোকান চাপা পড়ে গেছে।
উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি সোমবার রাজ্যের দুর্যোগ পরিস্থিতি নিয়ে জেলাপ্রশানের সঙ্গে বৈঠক করেছেন। তাদের সজাগ থাকার পরামর্শ দিয়েছেন। ক্ষতিগ্রস্ত এলাকা দ্রুত মেরামতির নির্দেশও দিয়েছেন। পানীয় জল, বিদ্যুতের লাইন ক্ষতিগ্রস্ত হলে তা দ্রুত চালু করতেও নির্দেশ দিয়েছেন তিনি।