একটানা অতিভারী বৃষ্টিতে বিপর্যস্ত জম্মু কাশ্মীর, ফের স্থগিত বৈষ্ণোদেবী যাত্রা

Published : Sep 14, 2025, 07:59 AM IST

Vaishno Devi Yatra: অতিভারী বৃষ্টির কারণে বন্ধ হয়ে গেল বৈষ্ণোদেবী যাত্রা। রবিবার থেকে পুনরায় এই তীর্থযাত্রা চালু হওয়ার কথা থাকলেও ফের তা বাতিল। কবে থেকে চালু হবে বৈষ্ণোদেবী যাত্রা? বিস্তারিত জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

PREV
15
ফের স্থগিত বৈষ্ণোদেবী যাত্রা

টানা ১৯ দিন স্থগিত থাকার পর রবিবার থেকে ফের শুরু হওয়ার কথা ছিল মাতা বৈষ্ণোদেবীর পবিত্র যাত্রা। তবে লাগাতার বৃষ্টিপাতের কারণে সেই পরিকল্পনা ফের স্থগিত করা হয়েছে বলে শনিবার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে শ্রাইন বোর্ড। শ্রাইন বোর্ড জানিয়েছে, আবহাওয়ার প্রতিকূল পরিস্থিতি ও তীর্থযাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন যাত্রার তারিখ পরে জানানো হবে। সম্প্রতি প্রবল বৃষ্টির কারণে জম্মুর বিভিন্ন অংশে ধস ও জলাবদ্ধতার পরিস্থিতি তৈরি হয়েছে, যা যাত্রাপথে বিপদের আশঙ্কা বাড়িয়েছে।

25
কেন যাত্রা স্থগিত রাখা হয়েছিল?

জানা গিয়েছে,  জম্মু ও কাশ্মীরের রিয়াসি জেলায় পবিত্র গুহা মন্দিরে বৈষ্ণোদেবী যাত্রা গত ২৬ অগাস্ট স্থগিত করা হয়েছিল। কয়েক ঘণ্টার মধ্যেই তীর্থপথে বড় ধরনের ভূমিধস ঘটে। সেই ঘটনায় ৩৪ জন তীর্থযাত্রী প্রাণ হারান এবং অন্তত ২০ জন আহত হন।

35
বৃষ্টির কারণে বাতিল যাত্রা

জম্মু ও কাশ্মীরের ত্রিকূট পর্বতে অবস্থিত শ্রীমাতা বৈষ্ণোদেবী মন্দিরে টানা বৃষ্টির কারণে যাত্রাপথ ও থাকার জায়গায় সমস্যার সৃষ্টি হয়েছে। এর জেরে ১৪ সেপ্টেম্বর রবিবার থেকে শুরু হওয়ার কথা থাকা বৈষ্ণোদেবী যাত্রা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত রাখা হয়েছে। শ্রীমাতা বৈষ্ণোদেবী শ্রাইন বোর্ড এক সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জারি করা এক বিবৃতিতে এই কথা জানিয়েছে। ভক্তদের অনুরোধ করা হচ্ছে যেন তারা শুধুমাত্র সরকারি যোগাযোগ মাধ্যমের মাধ্যমে সঠিক তথ্য অনুসরণ করেন।

45
কী বলা হয়েছে বিজ্ঞপ্তিতে

শ্রীমাতা বৈষ্ণোদেবী শ্রাইন বোর্ডের তরফে এক্স হ্যান্ডেলে একটি বার্তা পোস্ট করা হয়েছে। সেখানে বৈষ্ণোদেবী যাত্রায় অংশগ্রহনকারী ভক্তদের জানানো হয়েছে যে,

55
কত দিন বতিল বৈষ্ণোদেবী ধাম যাত্রা?

 এর আগে গত ২৬ অগাস্ট জম্মু-কাশ্মীরের রিয়াসি জেলায় মাতা বৈষ্ণো দেবী ধামের যাত্রায় বের হওয়া তীর্থযাত্রীদের জন্য ভয়াবহ দিন ছিল। ভারী বৃষ্টির মধ্যে ত্রিকুটা পাহাড়ের অধকোয়ারি এলাকার কাছে একটি বড় ভূমিধস হয়, যা যাত্রাপথ সম্পূর্ণরূপে রুদ্ধ করে দেয়। প্রাণ হারান অন্তত ৩৪ জন তীর্থযাত্রী। ফলে তড়িঘড়ি বন্ধ করে দেওয়া হয় বৈষ্ণো দেবী যাত্রা। ১৪ সেপ্টেম্বর অর্থাৎ রবিবার থেকে ফের তা চলু হওয়ার কথা থাকলেও জম্মু কাশ্মীরে অতিরিক্ত বৃষ্টির কারণে তা বন্ধ করে দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশিকা না আসা পর্যন্ত আপাতত বতিল বৈষ্ণো দেবী যাত্রা। 

Read more Photos on
click me!

Recommended Stories