প্রথামিকভাবে রেলওয়ের অধীনে ৮টি বন্দে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনে এই সুবিধে পাওয়া যায়। তারপর থেকেই এই ব্যবস্থা গোটা দেশেই প্রসারিত করা হবে।
510
এতদিন নিয়ম ছিল একটি ট্রেন প্রথম স্টেশন থেকে ছেড়ে গেলে পথের মধ্যে অন্য কোনও স্টেশনে টিকিট বুকিং করা যাবে না। এতে অনেক সময়ই ট্রেনের অনেক সিট ফাঁকা থেকে যেত।
610
নতুন এই ব্যবস্থার জন্য ট্রেনটি কোনও অন্তর্বর্তী স্টেশনে পৌঁছানোর ১৫ মিনিট আগে পর্যন্ত যাত্রীদের অনলাই বা স্টেশনের টিকিট কাউন্টার থেকে টিকিট বুকিং করার সুবিধে রয়েছে।
710
যেমন কোনও বন্দে ভারত ট্রেন হাওড়া থেকে ছেড়ে সকাল ৯টার সময় খড়গপুর স্টেশনে পৌঁছায় তাহলে খড়গপুরের যাত্রীদের জন্য সকাল ৮টা ৪৫ মিনিট পর্যন্ত টিকিট বুকিং করার সময় থাকবে।
810
ভারতীয় রেল মনে করছে এতে যাত্রীদের যেমন সুবিধে হবে তেমনই রেলেরও আয় বাড়বে। ট্রেনের খালি সিটের সংখ্যা অনেকটাই কমবে।
910
এই নতুন ব্যবস্থার ফলে যাত্রীরা অনেক বেশি সুবিধা পাবেন। বিশেষ করে যারা হঠাৎ করে যাত্রার পরিকল্পনা করেন, তাদের জন্য এই ব্যবস্থা অত্যন্ত কার্যকরী হবে।
1010
এখন শুধুমাত্র দক্ষিণভারতের জন্যই এই ব্যবস্থা কার্যকর হয়েছে। যদি সবকিছু ঠিকঠাক থাকে তাগলে গোটা দেশেই এই ব্যবস্থা কার্যকর হবে।