বন্দে ভারত ট্রেনের যাত্রীদের জন্য সুখবর! এবার থেকে মাত্র ১৫ মিনিট আগেই বুক করতে পারবেন টিকিট

Published : Jul 20, 2025, 03:58 PM IST

Vande Bharat Tickets: এবার থেকে ট্রেন ছাড়ার মাত্র ১৫ মিনিট আগেই বুক করা যাবে বন্দে ভারত ট্রেনের টিকিট। যাতে যাত্রীদের অনেকটাই সুবিধে হবে।

PREV
110

বন্দে ভারত ট্রেনের যাত্রীদের জন্য সুখবর। টিকিট নিয়ে দুর্দান্ত সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রেল।

210

এবার থেকে ট্রেন ছাড়ার মাত্র ১৫ মিনিট আগেই বুক করা যাবে বন্দে ভারত ট্রেনের টিকিট। যাতে যাত্রীদের অনেকটাই সুবিধে হবে।

410

প্রথামিকভাবে রেলওয়ের অধীনে ৮টি বন্দে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনে এই সুবিধে পাওয়া যায়। তারপর থেকেই এই ব্যবস্থা গোটা দেশেই প্রসারিত করা হবে।

510

এতদিন নিয়ম ছিল একটি ট্রেন প্রথম স্টেশন থেকে ছেড়ে গেলে পথের মধ্যে অন্য কোনও স্টেশনে টিকিট বুকিং করা যাবে না। এতে অনেক সময়ই ট্রেনের অনেক সিট ফাঁকা থেকে যেত।

610

নতুন এই ব্যবস্থার জন্য ট্রেনটি কোনও অন্তর্বর্তী স্টেশনে পৌঁছানোর ১৫ মিনিট আগে পর্যন্ত যাত্রীদের অনলাই বা স্টেশনের টিকিট কাউন্টার থেকে টিকিট বুকিং করার সুবিধে রয়েছে।

710

যেমন কোনও বন্দে ভারত ট্রেন হাওড়া থেকে ছেড়ে সকাল ৯টার সময় খড়গপুর স্টেশনে পৌঁছায় তাহলে খড়গপুরের যাত্রীদের জন্য সকাল ৮টা ৪৫ মিনিট পর্যন্ত টিকিট বুকিং করার সময় থাকবে।

810

ভারতীয় রেল মনে করছে এতে যাত্রীদের যেমন সুবিধে হবে তেমনই রেলেরও আয় বাড়বে। ট্রেনের খালি সিটের সংখ্যা অনেকটাই কমবে।

910

এই নতুন ব্যবস্থার ফলে যাত্রীরা অনেক বেশি সুবিধা পাবেন। বিশেষ করে যারা হঠাৎ করে যাত্রার পরিকল্পনা করেন, তাদের জন্য এই ব্যবস্থা অত্যন্ত কার্যকরী হবে।

1010

এখন শুধুমাত্র দক্ষিণভারতের জন্যই এই ব্যবস্থা কার্যকর হয়েছে। যদি সবকিছু ঠিকঠাক থাকে তাগলে গোটা দেশেই এই ব্যবস্থা কার্যকর হবে।

Read more Photos on
click me!

Recommended Stories