ললিত মোদীর পাসপোর্ট বাতিল করে দিল ভানুয়াতু, ভারতে প্রত্যর্পণ করা যাবে?

Published : Mar 10, 2025, 10:29 AM ISTUpdated : Mar 10, 2025, 11:16 AM IST
Lalit Modi

সংক্ষিপ্ত

একসময় আইপিএল-এর প্রধান ললিত মোদী দীর্ঘদিন ধরে দেশের বাইরে। তিনি ভারতীয় নাগরিকত্ব ত্যাগ করে অন্য দেশের নাগরিকত্ব গ্রহণ করার চেষ্টা করছিলেন। কিন্তু এখন বিপাকে পড়ে গিয়েছেন।

কয়েকদিন আগেই ভারতীয় পাসপোর্ট ছেড়ে দেওয়ার জন্য আবেদন করেছেন। ভানুয়াতুর নাগরিকত্ব পেয়ে যাওয়ায় সেখানেই ঘাঁটি গাড়ার আশায় ছিলেন। কিন্তু এবার ভানুয়াতু সরকার পাসপোর্ট বাতিল করার নির্দেশ দিল। ফলে বিপাকে পড়ে গেলেন একসময়য় আইপিএল-এর প্রধান কর্তা ললিত মোদী। তাঁর বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারির অভিযোগ রয়েছে। প্রায় দেড় দশক দেশের বাইরে তিনি। কেন্দ্রীয় সরকার দীর্ঘদিন ধরে তাঁকে দেশে ফেরানোর চেষ্টা করছে। এবার ভানুয়াতু সরকার তাঁর পাসপোর্ট বাতিল করার উদ্যোগ নেওয়ায় ললিতকে দেশে ফেরানোর প্রক্রিয়া নতুন করে শুরু করা যাবে বলে আশায় কেন্দ্রীয় সরকার।

ললিতের কৌশল খাটছে না?

ভানুয়াতুর প্রধানমন্ত্রী জোথম নাপাত সোমবার এক সরকারি বিবৃতিতে জানিয়েছেন, 'আমি সিটিজেনশিপ কমিশনকে নির্দেশ দিয়েছি, অবিলম্বে ললিত মোদীর ভানুয়াতুর পাসপোর্ট বাতিল করার প্রক্রিয়া শুরু করা হোক।' ভানুয়াতুর প্রধানমন্ত্রী আরও বলেছেন, ভারতের পলাতক ব্যবসায়ী ললিত দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্রের পাসপোর্ট ব্যবহার করে ভারতে প্রত্যর্পণ এড়ানোর চেষ্টা করছেন। সম্প্রতি আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে, আইপিএল-এর সঙ্গে যুক্ত থাকার সময় কোটি কোটি টাকা নয়ছয় করেছেন। এরপরেই ভানুয়াতুর প্রধানমন্ত্রীর এই পদক্ষেপ তাৎপর্যপূর্ণ।

বিদেশমন্ত্রকের তৎপরতায় ললিতের ভানুয়াতুর পাসপোর্ট বাতিল?

লন্ডনে ভারতীয় হাই কমিশনে তাঁর ভারতীয় পাসপোর্ট জমা দেওয়ার জন্য আবেদন করেছেন ললিত। বিদেশমন্ত্রকের পক্ষ থেকে সে কথা স্বীকার করা হয়েছে। বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সোয়াল বলেছেন, ‘উনি লন্ডনে ভারতীয় হাই কমিশনে পাসপোর্ট জমা দেওয়ার আবেদন জানিয়েছেন। সব নিয়ম ও প্রক্রিয়া অনুযায়ী ললিত মোদীর পাসপোর্ট জমা দেওয়ার আবেদন পরীক্ষা করা হবে। আমরা আরও জানতে পেরেছি, তিনি ভানুয়াতুর নাগরিকত্ব পেয়ে গিয়েছেন। আমরা আইন অনুযায়ী তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি।’ বিদেশমন্ত্রক সূত্রে খবর, ললিতের বিরুদ্ধে আর্থিক নয়ছয় করার অভিযোগের বিষয়ে ভানুয়াতু সরকারকে অবহিত করা হয়েছে। এরপরেই ভানুয়াতুর প্রধানমন্ত্রী ললিতের পাসপোর্ট বাতিল করার নির্দেশ দিয়েছেন। ফলে বিপাকে পড়ে গেলেন ললিত।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

কবে ঠিক হবে IndiGoর বিমান পরিষেবা? একটি বিবৃতি জারি করে জানিয়েছে বিমান সংস্থাটি
মহিলা আর প্রবীণ রেলযাত্রীদের জন্য বরাদ্দ লোয়ার বার্থ, সুখবর দিলেন রেলমন্ত্রী