হায়দরাবাদ, উন্নাওয়ের পর মুজফফরপুর, মৃত্যু হল অগ্নিদগ্ধ নির্যাতিতার

  • দশ দিনের লড়াই শেষ
  • মুজফফরপুরে মৃত অগ্নিদগ্ধ নির্যাতিতা
  • ধর্ষণে বাধা দেওয়ায় গায়ে আগুন 
  • দশদিন আগেই বাড়িতেই আক্রান্ত হন নির্যাতিতা


হায়দরাবাদ, উন্নাওয়ের পর এবার বিহারের মুজফফরপুর। ধর্ষণে বাধা দিয়ে অগ্নিদগ্ধ হওয়া নির্যাতিতার মৃত্যু হল পটনার হাসপাতালে। গত ৭ ডিসেম্বর ওই ধর্ষণ করতে এসে বাধা পেয়ে ওই নির্যাতিতার গায়ে আগুন ধরিয়ে দিয়েছিল এক অভিযুক্ত। যার জেরে নির্যাতিতার শরীরের প্রায় নব্বই শতাংশই পুড়ে গিয়েছিল। 

অগ্নিদগ্ধ অবস্থায় ওই নির্যাতিতাকে প্রথমে মুজফফরপুরের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। কিন্তু অবস্থার অবনতি হওয়ায় পরে তাঁকে পটনার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। দশ দিন লড়াই করার পর এ দিন সকালে সেখানেই মৃত্যু হয় তাঁর। 

Latest Videos

গত ৭ ডিসেম্বর অহাইপুর থানার নাজিরপুরে নিজের বাড়িতে একা থাকার সময় ওই তরুণীকে ধর্ষণ করার চেষ্টা করে রাজা রাই নামে এক অভিযুক্ত। কিন্তু নির্যাতিতা বাধা দেওয়ায় তার গায়ে আগুন লাগিয়ে দেয় রাজা। 

ঘটনার পরেই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। যদিও নির্যাতিতার মায়ের অভিযোগ, তিন বছর ধরে তাঁর মেয়েকে উত্যক্ত করত ওই যুবক। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে দ্বাদশ শ্রেণির পর ওই যুবতীকে স্কুলে পাঠানো বন্ধ করে দিতে বাধ্য হন তাঁর মা। অভিযোগ, অন্তত পাঁচ বার অভিযুক্তের বিরুদ্ধে অহাইপুর থানায় অভিযোগ জানাতে যান নির্যাতিতার মা। কিন্তু প্রত্যেকবার কোনও না কোনও অজুহাতে তাঁকে ফিরিয়ে দেয় পুলিশ। 

Share this article
click me!

Latest Videos

'ওদের লেজ কখনও সোজা হয় না' কেন বললেন শুভেন্দু! দেখুন বুঝে যাবেন | Suvendu Adhikari | Bangla News
বাংলাদেশের হুমকি! হেসেই উড়িয়ে দিলেন প্রাক্তন বায়ুসেনা প্রধান অরূপ রাহা | Kolkata News |
বিস্ফোরক অভিযোগ Agnimitra Paul-এর! Mamata-র বিরুদ্ধে RG Kar কাণ্ডের প্রমাণ লোপাটের সরাসরি তোপ
হিন্দুদের পাশে থাকায় শুভেন্দুকে প্রাণ নাশের হুমকি, দেখুন জবাবে কী বললেন শুভেন্দু | Suvendu Adhikari
পুরো রুট বলেদিলেন! জঙ্গিদের স্বর্গরাজ্য এই বাংলা! শুভেন্দুর কথায় অশনি সংকেত | Suvendu Adhikari