প্রকাশ্যে মহিলাকে লাথি মারলেন বিজেপি বিধায়ক, মুহূর্তে ভাইরাল ভিডিও

  • প্রকাশ্যে মহিলাকে লাথি মেরে সমালোচনার রোষে মুখে পড়লেন গুজরাটের বিজেপি বিধায়ক
  • আহমেদাবাদের নারদায় জল সরবরাহের দাবিতে ধর্নায় বসেছিলেন এক মহিলা
  • সেই মহিলাকেই লাথি মারেন বলরাম থাওয়ানি নামের ওই বিধায়ক
swaralipi dasgupta | Published : Jun 3, 2019 10:09 AM IST / Updated: Jun 03 2019, 03:57 PM IST

প্রকাশ্যে মহিলাকে লাথি মেরে সমালোচনার রোষে মুখে পড়লেন গুজরাটের বিজেপি বিধায়ক। আহমেদাবাদের নারদায় জল সরবরাহের দাবিতে ধর্নায় বসেছিলেন এক মহিলা। সেই মহিলাকেই লাথি মারেন বলরাম থাওয়ানি নামের ওই বিধায়ক। সেই ঘটনার ভিডিও মুহূর্তে ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। ওই বিধায়কের বিরুদ্ধে ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির সমর্থক নীতু তেজওয়ানী থানায় অভিযোগ দায়ের করেছেন। 

ঘটনাস্থলে উপস্থিত প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ধর্না এলাকায় ওই মহিলাকে  বিজেপির বেশ কয়েকজন কর্মী সমর্থক ঘিরে ছিলেন। তখনই বলরাম থাওয়ানি এসে ওই মহিলাকে লাথি মারেন। 

Latest Videos

 

 

অভিযোগকারীনী নীতু জানিয়েছেন, "এলাকায় জলের অভাব রয়েছে। সে ব্যাপারে বলরামের সঙ্গে কথা বলতে গিয়েছিলাম। কোনও কথা না বলেই সে আমায় মারধর করা শুরু করে। আমার স্বামী দেখেই ছুটে আসে। তখন বিজেপির কয়েকজন সমর্থক ভিতর থেকে এসে আমার স্বামীকেও মারতে থাকে। আমার সঙ্গে যে মহিলারা প্রতিবাদ করছিলেন, তাঁদেরকেও নির্মম ভাবে মারা হয়।" 

প্রথমে আত্মরক্ষার জন্য মেরেছি বললেও, পরে সমালোচনার মুখে পড়ে ক্ষমা চান বিধায়ক। বলরাম বলেন, "আমি মাথা গরমে করে ফেলেছি। আমি ভুল স্বীকার করে নিচ্ছি। এটা উদ্দেশ্য প্রণোদিত ছিল না। ২২ বছর ধরে আমি রাজনীতিতে আছি। এরকম কখনও ঘটেনি। আমি মহিলার কাছে দুঃখপ্রকাশ করব।" 
 

Share this article
click me!

Latest Videos

'ওই দুটো মশা-মাছি! রাজীব কুমারকে ঘোল খাইয়ে ওর মা মমতাকে হারিয়েছি' | Suvendu Adhikari | Bangla News
'মমতা কোনদিনও মেয়েদের সুরক্ষার কথা ভাবেনি' বিস্ফোরক মন্তব্য অধীর রঞ্জন চৌধুরীর | Adhir on Mamata
'গ্রামের ছেলে হয়েও এত বড় গায়ক', Diljit এর প্রশংসায় পঞ্চমুখ প্রধানমন্ত্রী Narendra Modi
‘কোথায় আছিস Pakistan-এর বাচ্চা, সাহস থাকলে সামনে আয়!’ গর্জে উঠলেন Suvendu Adhikari
হল না জামিন! 'চিন্ময় প্রভুকে ওরা স্লো পয়জন করার চেষ্টা করবে' বিস্ফোরক শুভেন্দু | Suvendu Adhikari