শিক্ষিকার অনলাইন ক্লাসের ছবি ভাইরাল
রেফ্রিজারেটরের ট্রে রেখে পড়াচ্ছেন শিক্ষিকা
নেটিজেনরা রীতিমত সাধুবাদ জানালেন
করোনাভাইরাস মহামারী ও পরবর্তী লকডাউনের কারণে রীতিমত ক্ষতগ্রস্ত হচ্ছে পড়াশুনা। গ্রামীণ ভারতের পাশাপাশি শহর এলাকাতেও প্রভাব পড়তে শুরু করেছে। অধিকাংশ সরকারি বেসরকারি স্কুলই অনলাইন ক্লাসের দিকে ঝুঁকেছে। কিন্তু অনলাইনে কাজ করার অভিজ্ঞতা না থাকায় অনেককেই সমস্যায় পড়তে হয়েছে। আর এই সমস্যা কাটিয়ে উঠতে রীতিমত উদ্ভাবনী শক্তির নজির গড়তে শুরু করেছেন ভারতীয়রা। আর তাতেই নাম নথিভুক্ত করালেন এক শিক্ষিকা।
কী করেছেন সেই শিক্ষিকা যা রীতিমত ভাইরাল হয়েগেছে নেট দুনিয়ায়? মোবাইলের মাধ্যমে অনলাইন ক্লাস পরিচালনা করার জন্য তিনি ব্যবহার করেছেন রেফ্রিজারেটরের একটি ট্রে। আর আর সেই ট্রেতেই রেখেন তাঁর মোবাইলটি। সোজা কথায় অস্থায়ীভাবে মোবাইল ফোন রাখার জন্য একটি টেবিল তৈরি করেছেন তিনি। আর সেই রেফ্রিজারেটর ট্রের নিচে রেখেছেন কিছু প্রয়োজনীয় কাগজপত্র। যেখানে ক্লাস চলাকালীন প্রয়োজীয় নোট তিনি সরবরাহ করতে পারেন বা নিতে পারেন।
সোশ্যাল মিডিয়ায় এই ছবিটি শেয়ার করেছেন মনিকা যাদব না এক মহিলার। আর ছবিটি শেয়ার করার সঙ্গে সঙ্গে তা মন কেড়ে নেয় নেটিজেনদের। অনেকেই শিক্ষিকার উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।