নেট দুনিয়ায় ভাইরাল ত্রিপুরার মুখ্যমন্ত্রীর লঞ্চ করা বাঁশের বিস্কুট, জেনেনিন কতটা উপকারী সেই কুকিজ

  • বাঁশের বিস্কুট লঞ্চ করেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী
  • সেই ছবি ভাইরাল নেটদুনিয়া
  • জল রাখার বোতলও লঞ্চ করেন তিনি 
  • আগামী দিনে এগিয়ে নিয়ে যেতে চান বাঁশ শিল্পকে 
     

মুলি বাঁশে খাদ্যগুণের কথা মাথা রেখে ত্রিপুরায় তৈরি হয়েছে বাঁশের কুকিজ বা বিস্কুট। শুক্রবার বিশ্ব বাঁশ দিবস উপলক্ষ্যেই সেই বাঁশের তৈরি বিস্কুট লঞ্চ করেছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। নিমেষের মধ্যেই সেই ছবি ভাইরাল হয়ে যায় নেটদুনিয়া। শুধু বিস্কুট নয় বাঁশের তৈরি জল রাখার পাত্রও চালু করা হয়। যা ইতিমধ্যেই মন কেড়ে নিয়েছে প্রকৃতি প্রেমীদের। 

বর্তমানে মানুষ পরিবেশ সম্পর্কে সচেতন হওয়ায় বাঁশের তৈরি বোতল, চিরুনি বা ব্রাশের মত জিনিসের চাহিদা ধীরে ধীরে বাড়ছে। আর সেই বিষয়টিকেই গুরুত্ব দিচ্ছে ত্রিপুরার বর্তমান সরকার। কারণ ত্রিপুরায় বাঁশ শিল্পের চাহিদা রয়েছে। বহু মানুষেরই অন্নসংস্থান হয় এই শিল্পের মাধ্যমে। আর সেই কারণেই মানুষের কর্মসংস্থানের কথা মাথায় রেখেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিল্পব দেব নিজের সোশ্য়াল মিডিয়ায় বাঁশের তৈরি বোতল আর বিস্কুটের ছবি শেয়ার করেছেন। পাশাপাশি তিনি বলছেন এটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আত্মনির্ভর ভারত দর্শনের এই পথ হতেই পারে। কারণ এখান থেকে বহু মানুষের জীবিকার সুযোগ তৈরি হতে পারে। একই সঙ্গে বাঁশের তৈরি বিস্কুটের গুণাগুণ সম্পর্কেও লিখেছেন তিনি। বলেছেন, বাঁশের তৈরি বিস্কুট খুবই স্বাস্থ্যকর। আর এই উদ্ভাবনী ধারনার জন্য তিনি ধন্যবাদ জানিয়েছেন, বিসিডিআই এ চিকিৎসক অভিনব কান্তেকে। 

Latest Videos

কান্তে জানিয়েছেন বাঁশের তৈরি কুকিজগুলিতে প্রয়োজনীয় ভিটামিন আর খনিজ পদার্থ রয়েছে। যা রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করতে সাহায্য করে। কুকিজগুলি স্বপ্ল ক্যালরি যুক্ত হওয়ায় ডায়াবেটিস আক্রান্ত ব্যক্তিদের জন্য খুব উপকারী। একটি ক্লিনিকের মতে বাঁশের কাণ্ডের প্রধান নিউট্রেসটিকালগুলি হল ফিনোলস, যা কোলেস্টেরলের সঙ্গে সম্পর্কিত অণুগুলির একটি পরিবার। যা আমাদের দেহকে কোষের ক্ষতি ও ফাইটোস্টেরল থেকে রক্ষা করতে সাহায্য় করে। আর বাঁশের অঙ্কুর হাঁপানি আর গ্যাস্ট্রিক রোগীদের পক্ষে খুবই উপকারী।

Share this article
click me!

Latest Videos

‘এক প্রভু জেলে আছেন লক্ষ্য প্রভু তৈরি হয়ে গিয়েছেন’ Suvendu Adhikari-র তীব্র হুঙ্কার
নয়া মোড় নিয়োগ দুর্নীতি মামলায়! পার্থ-অর্পিতাদের বিরুদ্ধে শুরু হলো চার্জ গঠনের প্রক্রিয়া!
যাকে পায় তাকেই গুঁতাতে যায়, ভোলার তান্ডবে নাজেহাল চুঁচুড়ার মল্লিক কাশেম হাট | Hooghly News
Suvendu Adhikari Live : কোলাঘাটের মঞ্চে বিস্ফোরক ভাষণ শুভেন্দু অধিকারীর, সরাসরি | Bangla News
Canning-এ জঙ্গি আটকের পর কড়া হলো পুলিশের নজরদারি! স্টেশনে পুলিশে নাকা তল্লাশি | South 24 Parganas