যুবতীর কপাল ভর্তি সিঁদুর, বাবাকে কি সত্যিই বিয়ে করেছেন মেয়েটি? জানা গেল আসল সত্য

Published : Dec 05, 2024, 03:38 PM IST
Daughter marries father  watch the video that went viral on social media bsm

সংক্ষিপ্ত

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া বাবা-মেয়ের বিয়ের ভিডিওটিতে দেখা যায় যুবতী তার বাবাকে বিয়ে করছে। পরে জানা যায়, এটি একটি সাজানো ভিডিও যা বিনোদনের জন্য তৈরি।

কদিন ধরে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল একটি ভিডিও। সেখানে এক যুবতীর কপাল ভর্তি সিঁদুর। পরনে ছিল লাল শাড়ি, গলার মঙ্গলসূত্র। পাশে দাঁড়িয়ে প্রৌঢ়। ভিডিও-তে দেখা যাচ্ছে প্রৌঢ় বলছে, ও আমার মেয়ে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় যুবতী বলছেন যে তিনি তাঁর বাবাকে বিয়ে করছেন। আর এটাই ছিল তাঁর স্বপ্ন।

মুহূর্তে ভাইরাল হয় এই ভিডিও। সদ্য এই ভিডিও নিয়ে মুখ খুললেন এই নব দম্পতি। এক সংবাদমাধ্যম বিষয়টি যাচাই করে দেখে। তাঁরা জানতে পারে বিষয়টি ভিন্ন।

সমাজবাদী পার্টির নেতা জয় সিংহ যাদব পোস্ট করেছিলেন ভিডিওটি। এই প্রসঙ্গে এক সংস্থার রিপোর্ট সামনে এসেছে। তাতে জানা গিয়েছে, আসলে বাবা মেয়ের বিষয়টি ঠিক নয়। ওই সংস্থা অনুসন্ধান করে দেখেছে, একটি ভেরিফায়ে় অ্যাকাউন্টে ওই ভিডিওর দীর্ঘতম ভার্সানটি পোস্ট করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, ডিসক্লেমার দিয়ে জানানো হয়েছে যে ভিডিওটি শুধুমাত্র বিনোদনের জন্য তৈরি করা হয়েছে। শুধু তাই নয়, ভিডিওতে দেখানো হয়েছে এক শ্বশুর তার বউমাকে বিয়ে করেছে। সেটা নিছক অভিনয়। এই ঘটনার কোনও বাস্তব ভিত্তি নেই।

ভিডিওটি পোস্ট করেন অঙ্কিতা করোটিয়া। তিনি একজন কনটেন্ট ক্রিয়েটর তথা প্র্যাঙ্ক স্টার। সেই ব্যক্তিকে অন্য ভিডিওতে অন্য ভূমিকায় দেখা গিয়েছে। সব মিলিয়ে ভুয়ো ভিডিও ভাইরাল হয়েছে বলে আন্দাজ সকলে। পুরো ঘটনাটিই সাজানো। বাস্তবে মোটেও বাবাকে বিয়ে করেননি মেয়েটি। খ্যাতি পাওয়ার আশায় এই ভিডিও পোস্ট করা হয়েছে। যা মুহূর্তে নজর কাড়ে সকলের।   

 

PREV
click me!

Recommended Stories

Republic Day 2026: কর্তব্যপথে ৩০টি ট্যাবলো, পশ্চিমবঙ্গের ট্যাবলোতে কী থাকবে?
ঘড়ির মধ্যেই অনন্ত আম্বানি-সহ 'আস্ত' বনতারা, মার্কিন কোম্পানির নতুন ঘড়ির দাম কত?