Physics Wallah: ভাইরাল ভিডিও, লাইভ ক্লাসে শিক্ষককে চটির বাড়ি ছাত্রর

একটা সময় ছিল যখন ছাত্র-শিক্ষক সম্পর্ক ছিল গুরু-শিষ্যর। কিন্তু এখন এই সম্পর্ক হয়ে গিয়েছে পেশাদার। অর্থের বিনিময়ে শিক্ষা দান ও গ্রহণই মূল হয়ে গিয়েছে।

২ দশক আগেও শিক্ষক-শিক্ষিকারা ছাত্র-ছাত্রীদের শাস্তি দিতেন। কিন্তু সুপ্রিম কোর্টের রায়ে এখন আর শাস্তি দেওয়া যায় না। তিরস্কারও করতে পারেন না শিক্ষক-শিক্ষিকারা। উল্টে এখন শিক্ষক-শিক্ষিকাদেরই আশঙ্কায় থাকতে হয়। ছাত্র-ছাত্রীরাই এখন শিক্ষক-শিক্ষিকাদের উপর ছড়ি ঘোরাচ্ছে। এমনকী, তাঁদের নিগ্রহও করছে। এমনই একটি ঘটনা দেখা গিয়েছে বিখ্যাত এড-টেক প্ল্যাটফর্ম 'ফিজিক্স ওয়ালা'-র এক শিক্ষককে ক্লাস চলাকালীন চটি দিয়ে মারল এক ছাত্র। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই ভিডিও। শিক্ষককে মার খেতে দেখে অন্য পড়ুয়াদের মধ্যে চাঞ্চল্য তৈরি হয়েছে। সোশ্যাল মিডিয়ায় অনেকেই একজন শিক্ষককে মারার তীব্র নিন্দা করছেন।

সারা দেশেই এখন বিশেষজ্ঞ শিক্ষক-শিক্ষিকাদের নিয়ে এড-টেক প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছে। এই প্ল্যাটফর্মগুলির সাহায্য নেন বহু পড়ুয়া। বোর্ডের পরীক্ষায় তো বটেই, প্রতিযোগিতামূলক পরীক্ষাতেও সাফল্য পাওয়ার জন্য অনেকেই বিশেষজ্ঞ শিক্ষক-শিক্ষিকাদের সাহায্য নেন। পেশাদার সংস্থা হলেও, পড়ুয়া-শিক্ষক সম্পর্কে শ্রদ্ধা থাকার কথা। কিন্তু অন্তত এক্ষেত্রে সেটা দেখা গেল। এক পড়ুয়ার রেকর্ড করা ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ৯ সেকেন্ডের এই ভিডিওতে দেখা যাচ্ছে, সংশ্লিষ্ট শিক্ষক ব্ল্যকবোর্ডের সামনে দাঁড়িয়ে পড়া বোঝাচ্ছেন। তখনই তাঁর দিকে এগিয়ে যায় এক পড়ুয়া। সে চটি দিয়ে শিক্ষককে মারে। এই ঘটনায় হতমভম্ব হয়ে যান ওই শিক্ষক। যে পড়ুয়ারা এই ঘটনা প্রত্যক্ষ করেন, তাঁরাও হতবাক হয়ে যান। শিক্ষককে একজন পড়ুয়া চটি দিয়ে মারছে, এই ঘটনা দেখে অনেকেই বিস্মিত। অনেকেই এই আচরণের নিন্দা করছেন। অনেকে শিক্ষক-পড়ুয়া সম্পর্কের কথা বলছেন। গত মাসেই ছিল শিক্ষক দিবস। সেদিন পড়ুয়ারা সোশ্যাল মিডিয়ায় নানা স্টেটাস আপডেট করেছিল। এই দিনটিতে নানা উৎসব পালন করা হয়। কিন্তু তারপরেই এই ঘটনা দেখা গেল।

Latest Videos

 

 

দেশের বিভিন্ন অংশের পড়ুয়ারা 'ফিজিক্স ওয়ালা'-র শিক্ষকদের সাহায্য নেন। দেশের অন্যতম সেরা এড-টেক প্ল্যাটফর্ম হিসেবে স্বীকৃতি পেয়েছে 'ফিজিক্স ওয়ালা'। প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য এই প্ল্যাটফর্মের সাহায্য নেন পড়ুয়ারা। সারা দেশের পড়ুয়াদের অনলাইনে প্রশিক্ষণ দেওয়া হয়। ২০১৬ সালে এই অনলাইন টিচিং প্ল্যাটফর্ম প্রতিষ্ঠা করেন অলখ পাণ্ডে। প্রথমে এটি ছিল ইউটিভ চ্যানেল। পরে নিজস্ব অ্যাপ আনে 'ফিজিক্স ওয়ালা'। এনইইটি, জেইই, এসএসসি, ইউপিএসসি, পিএসসি, এনডিএ, সি এ ফাউন্ডেশন, সি এ ইন্টারমিডিয়েট, সিএসআইআর এনইটি, আইআইটি জে এ এম, এমবিএ, এনইইটি পিজি, সিইউইটি পরীক্ষার প্রস্তুতির বিষয়ে সাহায্য করে 'ফিজিক্স ওয়ালা'।

আরও পড়ুন-

'৫০০ কোটি টাকা আর লরেন্স বিষ্ণোইয়ের মুক্তি, নয়তো খুন করা হবে নরেন্দ্র মোদীকে' হুমকি মেল পেয়ে সতর্ক নিরাপত্তা এনআইএ

Viral Video: লিফ্টে আটকে পাঁচের শিশু! কান্না-সাহায্যের আর্তি, দেখুন শিউড়ে ওঠা ভিডিও

Share this article
click me!

Latest Videos

'এটা কোন মুখ্যমন্ত্রী? হিন্দুদের দায়িত্ব মুসলিমরা নেবে, বাংলাদেশ হয়ে যাবে তো' | Suvendu Adhikari
রাগের মাথায় এ কী করে বসলো স্বামী! দেখলে আঁতকে উঠবেন, চাঞ্চল্য Nadia-এ | North 4 Parganas News Today
সুকান্ত মজুমদারকে বিজেপির নবজাতক আখ্যা কুণালের, পাল্টা দিয়ে যা বললেন সুকান্ত : Sukanta on Kunal
নেতাজির 'মৃত্যুদিন' ঘোষণা রাহুলের, ক্ষোভ উগরে একহাত নিলেন সুকান্ত মজুমদার | Sukanta on Rahul
‘Mamata Banerjee আর Modi দুজনেই ‘বিভাজনের রাজনীতি করছেন’ বিস্ফোরক মন্তব্য Adhir Ranjan Chowdhury