ফের দুর্ঘটনার কবলে রেল! দাউ দাউ করে জ্বলছে কামরা, আগুন লাগলো ট্রেনে! আগুনের গ্রাসে বিশাখাপত্তনম কোরবা এক্সপ্রেস। বিশাখাপত্তনম স্টেশনে দাঁড়িয়ে থাকা অবস্থাতেই ট্রেনে আগুন লেগে যায়। কিভাবে আগুন লাগল তার কারণ এখনও জানা যায়নি।
ফের দুর্ঘটনার কবলে রেল! দাউ দাউ করে জ্বলছে কামরা, আগুন লাগলো ট্রেনে! আগুনের গ্রাসে বিশাখাপত্তনম কোরবা এক্সপ্রেস। বিশাখাপত্তনম স্টেশনে দাঁড়িয়ে থাকা অবস্থাতেই ট্রেনে আগুন লেগে যায়। এসি কামরা বি-৬, বি-৭, এম-১ কামরায় আগুন লেগে যায়। কিভাবে আগুন লাগল তার কারণ এখনও জানা যায়নি। অগ্নিকাণ্ডের জেরে ট্রেনটি আপাতত বাতিল করা হয়েছে। বিকল্প ট্রেনের ব্যবস্থা করা হয়েছে যাত্রীদের গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য।