দোসরা মার্চ অর্থাৎ বৃহস্পতিবার সকাল থেকে শুরু হবে তিন রাজ্যের ভোট গণনা। নাগাল্যান্ড, মেঘালয় ও ত্রিপুরার কে আসবে ক্ষমতায়, আপাতত এটাই লাখ টাকার প্রশ্ন। সবার চোখ এখন তালাবন্ধ স্ট্রং রুমের দিকে। বৃহস্পতিবারের গণনার জন্য সবরকম নিরাপত্তার ব্যবস্থা করেছে নির্বাচন কমিশন। এক্সিট পোলের হিসেব বলছে ত্রিপুরা ও নাগাল্যান্ডে ফের ক্ষমতায় ফিরতে পারে বিজেপি ও তার সহযোগীর জোট। তবে মেঘালয়ে এনপিপির এককভাবে অনেকটাই এগিয়ে যেতে পারে। তবে এখানে ত্রিশঙ্কু হওয়ার সম্ভাবনা রয়েছে। শেষ হাসি কে হাসবে তা তো সময়ই বলবে।
07:11 PM (IST) Mar 02
নির্বাচনের ফলাফল নিয়ে টুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
06:28 PM (IST) Mar 02
নির্বাচনের ফলাফল বেরোতেই মেঘালয়ের মানুষদের ধন্যবাদ জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। টুইটবার্তায় সকল মানুষকে শুভেচ্ছা জানালেন তিনি।
04:03 PM (IST) Mar 02
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৃহস্পতিবার বিজেপি কর্মী ও সমর্থকদের উদ্দেশে ভাষণ দেবেন বলে আশা করা হচ্ছে কারণ বিজেপি ত্রিপুরায় নিজের এবং তার শরিক ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক প্রগ্রেসিভ পার্টির (এনডিপিপি) সাথে নাগাল্যান্ডে ক্ষমতা ধরে রাখতে প্রস্তুত বলে মনে হচ্ছে। সরকারী সূত্র জানিয়েছে জয়ের জন্য প্রধানমন্ত্রী মোদীকে সংবর্ধিত করা হতে পারে।
04:00 PM (IST) Mar 02
শিলংয়ে এনপিপি রাজ্য সভাপতি ডব্লু আর খারলুখল জানিয়েছেন-তিনি আত্মবিশ্বাসী যে দল মেঘালয়ে সরকার গঠন করবে। তিনি বলেন " আমাদের প্রতি আস্থা রাখার জন্য আমি জনগণকে কৃতিত্ব দেব। আমি মনে করি আমরা ভালো পারফর্ম করেছি এবং সেই কারণেই মানুষ আবার আমাদের ভোট দিচ্ছে। সরকার গঠনে কোনো সমস্যা আছে বলে আমি মনে করি না। আমি নিশ্চিত যে আমাদের দল সরকার গঠন করবে," তিনি বলেছিলেন।
03:41 PM (IST) Mar 02
মেঘালয় নির্বাচনের ফলাফল ২০২৩-- সূত্র নির্বাচন কমিশন- বিজেপি- ৩(এগিয়ে), কংগ্রেস- ৫ ( জয়ী ৪, এগিয়ে ১), তৃণমূল কংগ্রেস- ৫ (জয়ী ১, এগিয়ে ৪), এনপিপি- ২৫ (জয়ী ৮, এগিয়ে ১৭), ইউডিপি- ১১ (জয়ী ৭, এগিয়ে ৪), অন্যান্য- ১০ ( জয়ী ৫, এগিয়ে ৫)
03:40 PM (IST) Mar 02
নাগাল্যান্ড নির্বাচনের ফলাফল ২০২৩- বিজেপি ১২ (জয়ী ৯, এগিয়ে ৩), এনডিপিপি- ২৪ (জয়ী ১৪, এগিয়ে ১০), কংগ্রেস- ৭ (জয়ী ২, এগিয়ে ৫), নাগা পিপলস ফ্রন্ট- ২ (জয়ী ১, এগিয়ে ১), এনপিপি- ৫(জয়ী ৪, এগিয়ে ১), অন্যান্য- ১০ (জয়ী ৭, এগিয়ে ৩)
03:12 PM (IST) Mar 02
নাগাল্যান্ডের উপমুখ্যমন্ত্রী ও বিজেপি নেতা ইয়ানথুনগো প্যাটন এবং নাগাল্যান্ডের বিজেপি সভাপতি আলং ইমনাকে পুনঃনির্বাচিত হওয়ার জন্য আন্তরিক অভিনন্দন জানালেন শুভেন্দু অধিকারী।
03:05 PM (IST) Mar 02
ত্রিপুরা ও নাগাল্যান্ডে জয় এবং মেঘালয়ে ভালো ফলের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিজেপি সভাপতি জে পি নাড্ডা ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে অভিনন্দন জানালেন বিজেপি নেতা ও বাংলা বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
03:01 PM (IST) Mar 02
উত্তর পূর্বের তিন রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফল প্রায় প্রকাশিত। সেই ট্রেন্ড ধরেই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় খোঁচা বিজেপি নেতা অমিত মালব্যর। এদিন তিনি বলেন উত্তর পূর্বের রাজ্যগুলি মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রত্যাখান করেছে। সেই সঙ্গে বিজেপির সাফল্যের জন্য অভিনন্দন জানান।
02:31 PM (IST) Mar 02
সরকার গঠনের ম্যাজিক ফিগারের থেকে অল্প কয়েক আসন দূরে রয়েছে মেঘালয়ের এনপিপি। তাঁদের ওপর আস্থা রাখার জন্য রাজ্যের মানুষকে ধন্যবাদ জানিয়েছেন মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা। তবে চূড়ান্ত ফলাফলের পরেই জোট নিয়ে সিদ্ধান্ত নেবেন বলেও জানিয়েছেন কনরাড সাংমা।
02:28 PM (IST) Mar 02
বিধানসভা নির্বাচনের ইতিহাসে নয়া অধ্যায় লিখল নাগাল্যান্ড। নাগাল্যান্ড বৃহস্পতিবার ২০২৩ সালের বিধানসভা নির্বাচনে প্রথমবারের মতো দুই মহিলা প্রার্থী - সালহাউতুওনুও ক্রুসে এবং হেকানি জাখালু - নির্বাচন করে ইতিহাস তৈরি করেছে। দুই প্রার্থীই ক্ষমতাসীন ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক প্রগ্রেসিভ পার্টির (এনডিপিপি)। ওয়েস্টার্ন আঙ্গামি এসি থেকে সালহাউতুওনুও ক্রুসে জিতেছেন এবং হেকানি জাখালু ডিমাপুর-III আসনে জয়ী হয়েছেন।
01:55 PM (IST) Mar 02
ত্রিপুরা বিধানসভা নির্বাচনের ফলাফল ২০২৩- ১৩২১ ভোটে জয়ী বিদায়ী মুখ্যমন্ত্রী মানিক সাহা, তাঁর নিকটতম প্রতিদ্বন্দী ছিলেন বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী আশিষকুমার সাহা
01:50 PM (IST) Mar 02
নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী মেঘালয়ে দুটি আসনে জয় পেয়েছে মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমার এনপিপি। ২১টিতে এগিয়ে রয়েছে এনপিপি।
01:14 PM (IST) Mar 02
ত্রিপুরা নির্বাচনী ফলাফল- যা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। বিজেপি এগিয়ে রয়েছে ৩৩টি আসনে। টিপরা মোথা ও বামেরা এগিয়ে রয়েছে ১১টি আসনে। আর কংগ্রেস এগিয়ে রয়েছে ৪টি আসনে।
01:13 PM (IST) Mar 02
ত্রিপুরার রাজনৈতিক দলগুলির অবস্থান দেখে নিন এক নজরে।
01:10 PM (IST) Mar 02
ত্রিপুরায় ভোট শেয়ারিংঃ বিজেপি সবথেকে বেশি ভোট পেয়েছে দ্বিতীয় স্থানে বামেরা। নোটা-এ ভোট পড়েছে ১ শতাংশের বেশি।
12:51 PM (IST) Mar 02
বৃহত্তর টিপ্রাল্যান্ড ছাড়া টিপরা মোথার সমস্ত দাবি মেনে নিতে প্রস্তুত। ভোট গণনার মধ্যেই ত্রিপুরা বিজেপির মুখপাত্র সুব্রত চক্রবর্তীর বার্তা প্রদ্যোৎ দেববর্মাকে। জানিয়েছে সংবাদ সংস্থা পিটিআই।
12:28 PM (IST) Mar 02
ত্রিপুরা নির্বাচনের ফলাফল- ট্রেন্ডিং অনুযায়ী- বিজেপি জোট ৩২ আসনে, বাম-কংগ্রেস জোট ১৬, তিপরা মোথা ১১, অন্যান্য ১ আসনে এগিয়ে আছে
12:02 PM (IST) Mar 02
'আমরা বরাবরই বলে এসেছি, রাজনীতিতে কখনও কোনও প্রতিপক্ষকে হাল্কাভাবে নেওয়া যায় না। সব প্রতিপক্ষই কঠিন প্রতিপক্ষ। আমরা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে লড়াই করছি। আমরা তৃণমূলকে হাল্কাভাবে নিচ্ছি না। তবে তৃণমূল তো কংগ্রেসেরই একটিং অংশ। একসময় ওরা শক্তিশালী বিরোধী দল ছিল। সেই সময় অবশ্য কংগ্রেস অনেকগুলি গোষ্ঠীতে বিভক্ত ছিল। বৃহত্তর বিরোধী শক্তির একটি অংশ তৃণমূল। মানুষ নিশ্চয়ই এটা দেখতে পাচ্ছেন এবং বুঝতে পারছেন এমন একটি দলের পাশে থাকা দরকার যারা সরকার গঠন করতে পারবে। ফলে বিরোধীদের ভোট কমছে,' বললেন কনরাড সাংমা।
12:01 PM (IST) Mar 02
ত্রিপুরা নির্বাচনের ফলাফল- ট্রেন্ডিং অনুযায়ী- বিজেপি জোট ৩০ আসনে, বাম-কংগ্রেস জোট ১৫, তিপরা মোথা ১৪, অন্যান্য ১ আসনে এগিয়ে আছে
10:47 AM (IST) Mar 02
ত্রিপুরা নির্বাচনের ফলাফল ২০২৩- ট্রেন্ডিং অনুযায়ী- সময় যত এগোচ্ছে গণনার রাউন্ড বাড়ছে, আর সেইসঙ্গে এগিয়ে থাকা আসন সংখ্যা কমছে বিজেপি-র, ২৪টি আসনে এগিয়ে বিজেপি, বাম-কংগ্রেস জোট এগিয়ে ২০টি আসনে, টিপরা মোথা এগিয়ে ১৬টি আসনে, অন্যান্যরা ০ আসনে এগিয়ে
10:42 AM (IST) Mar 02
ত্রিপুরায় ২৬ আসনে এগিয়ে বিজেপি, ২০ আসনে এগিয়ে বাম-কংগ্রেস জোট, ১৩ আসনে এগিয়ে টিপরা মোথা, ১ আসনে এগিয়ে অন্যান্যরা।
10:34 AM (IST) Mar 02
বিজেপি এগিয়ে ২৭টি আসনে
বাম ও কংগ্রেস জোট এগিয়ে ১৯টি আসনে
টিপরা মোথা এগিয়ে ১৩টি আসনে
অন্যান্য দল এগিয়ে ১টি আসনে
09:54 AM (IST) Mar 02
নাগাল্যান্ড নির্বাচনের ফলাফল ২০২৩- ট্রেন্ডিং অনুযায়ী- এনডিপিপি-বিজেপি জোট ৩৬, এনপিএফ- ৫, কংগ্রেস- ৩, অন্যান্য ১৬টি আসনে এগিয়ে
09:51 AM (IST) Mar 02
মাত্র ৩০০ ভোটে এগিয়ে রয়েছেন ত্রিপুরার বিদায়ী মুখ্যমন্ত্রী মানিক সাহা, টাউন বরদোওয়ালির প্রার্থী তিনি
09:44 AM (IST) Mar 02
মেঘালয় নির্বাচনের ফলাফল ২০২৩- ট্রেন্ডিং অনুযায়ী- এনপিপি- ২৪, বিজেপি- ৬, কংগ্রেস ৬, তৃণমূল কংগ্রেস ১৭ অ্যান্য ৮টি আসনে এগিয়ে রয়েছে
09:37 AM (IST) Mar 02
ত্রিপুরা বিধানসভা নির্বাচনের ফলাফল ২০২৩- ট্রেন্ডিং অনুযায়ী বিজেপি এগিয়ে ৩৬টি আসনে, বাম-কং জোট এগিয়ে ১৫টি আসনে এবং টিপরা মোথা এগিয়ে ৯টি আসনে।
09:15 AM (IST) Mar 02
ত্রিপুরায় এগিয়ে মানিক সাহা, সুদীপ রায়বর্মন। ৩৬ আসনে এগিয়ে বিজেপি। ১২টি করে আসনে এগিয়ে বাম-কংগ্রেস জোট ও টিপরা মোথা।
08:51 AM (IST) Mar 02
ত্রিপুরায় ৪০ আসনে এগিয়ে বিজেপি, ১২ আসনে এগিয়ে টিপরা মোথা, ১০ আসনে এগিয়ে বাম-কংগ্রেস
08:50 AM (IST) Mar 02
মেঘালয়ে এগিয়ে রয়েছে বিজেপি, তারা এগিয়ে রয়েছে ২৩টি আসনে, ১৩টি আসনে এনপিপি, ১২টি আসনে তৃণমূল কংগ্রেস , কংগ্রেস ৯টি এবং অন্যান্যরা এগিয়ে রয়েছে ১টি আসনে
08:43 AM (IST) Mar 02
মেঘালয়ে তৃণমূল কংগ্রেস ১৫টি আসনে এগিয়ে, কংগ্রেস ৫টি আসনে
08:31 AM (IST) Mar 02
ত্রিপুরায় তৃণমূল কংগ্রেস কোনও ফ্যাক্টর না। টাকা দিয়ে প্রার্থী দাঁড় করিয়েছে, অভিযোগ রাজ্য বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্যর।ত্রিপুরায় একক সংখ্যাগরিষ্ঠতা পাবে বিজেপি। তৃণমূল কংগ্রেস একটিও আসন পাবে না। টিপরা মোথার সঙ্গে জোটের ব্যাপারে সিদ্ধান্ত নেবে কেন্দ্রীয় নেতৃত্ব, জানালেন রাজীব ভট্টাচার্য।
08:29 AM (IST) Mar 02
ভোট গণনার আগের রাত্রেই বৈঠক। সূত্রের খবর মধ্যরাতে অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্বশর্মার সঙ্গে বৈঠক করেন মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা। তাদের মধ্যে কি নিয়ে কথা হয়েছে তা অবশ্য জানা যায়নি। তবে সূত্রের খবর মেঘালয়ে এনপিপি ও বিজেপি আলাদাভাবে ভোট যুদ্ধে সামিল হলেও তারা একসঙ্গেই সরকার গঠন করতে পারে।
08:26 AM (IST) Mar 02
নাগাল্যান্ডে এগিয়ে বিজেপি ও NDPP জোট
বিজেপি ও NDPP জোট এগিয়ে রয়েছে ১৩টি আসনে
এনপিএফ এগিয়ে রয়েছে ২টি আসনে
কংগ্রেস এগিয়ে রয়েছে ১টি আসনে
বাকিরা এগিয়ে রয়েছে ১টি আসনে
08:24 AM (IST) Mar 02
এখনও পর্যন্ত মেঘালয়ে এগিয়ে ক্ষমতাসীন এনপিপি
এনপিপি এগিয়ে রয়েছে ৭টিতে
কংগ্রেস এগিয়ে রয়েছে ১টিতে
বিজেপি এগিয়ে রয়েছে ২টিতে
অন্যান্যরা এগিয়ে রয়েছে ৭টি আসনে
08:22 AM (IST) Mar 02
এখনও পর্যন্ত ত্রিপুরা বিধানসভা নির্বাচনে এগিয়ে বিজেপি।
বিজেপি এগিয়ে ৩১টি আসনে
বামেরা এগিয়ে রয়েছে ২টি আসনে
টিপরা মোথা এগিয়ে রয়েছে ৫টি আসনে
08:21 AM (IST) Mar 02
মেঘালয়ে, ত্রিপুরা ও নাগাল্যান্ডে ভোট গণনা চলছে।ত্রিপুরায় বিজেপি ক্ষমতায় ফিরবে বলে আশাবাদী। অন্যদিকে মেঘালয়ে ও নাগাল্যান্ডে জোট করেই ক্ষমতায় আসতে চলছে বিজেপি। তেমনই দাবি গেরুয়া শিবিবের।
07:22 AM (IST) Mar 02
মেঘালয়ে এই প্রথম ৬০টি আসনে লড়াই করছে বিজেপি। এবারের নির্বাচনের শুরু থেকেই বিজেপি লাগাতার ন্যাশনাল পিপলস পার্টি বা এনপিপি-কে নিশানা করেছে। বিজেপি নির্বাচনী প্রচারেও এনপিপি-কে দেশের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত সরকার বলে নিশানা করেছিল। যদিও, নির্বাচনের আগে মেঘালয়ে এই এনপিপি-র সঙ্গেই জোট ছিল বিজেপি-র। মেঘালয়ের বিদায়ী মুখ্যমন্ত্রী করনাদ সাংমা-র সঙ্গেও ভালো সম্পর্ক ছিল গেরুয়া শিবিরের। কিন্তু, মেঘালয়ের নির্বাচনের প্রাক্কালে বিজেপি এবং এনপিপি-র মধ্যে জোটের সমঝোতা নষ্ট হয়ে গিয়েছিল। বিজেপি-ও সিদ্ধান্ত নিয়েছিল যে দুর্নীতিগ্রস্ত সরকারের তকমায় বিদ্ধ করে নির্বাচনী আবহে দলের ভিত এই রাজ্যে মজবুত করা এবং নির্বাচনে ৬০টি আসনে লড়াই করা। এর ফলে যদি কোনওভাবে ফের একবার মেঘালয়ে ত্রিশঙ্কু বিধানসভা হয় তাহলে সেক্ষেত্রে বিজেপি যেন সরকার গড়ার মতো একটা সুবিধাজনক আসন সংখ্যায় অবস্থান করতে পারে।
07:08 AM (IST) Mar 02
রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে আজ উত্তর-পূর্বের ৩ রাজ্যের ভোটের ফলাফল অনেকটাই পরিষ্কার করে দেবে যে বিজেপি বিরোধী মুখ কংগ্রেস না তৃণমূল কংগ্রেস। ফলে, এই নিয়ে একটা আলাদা আগ্রহ তৈরি হয়েছে ত্রিপুরা, মেঘালয় এবং নাগাল্যান্ডের বিধানসভা নির্বাচনের ফলাফলকে ঘিরে।
12:04 AM (IST) Mar 02
২০২৩-এ ত্রিপুরা এবং মেঘালয়ের বিধানসভা নির্বাচন পশ্চিমবঙ্গের জন্যেও বেশ গুরুত্বপূর্ণ। কারণ, এই ২টি রাজ্যে শাসকদলকে জোর টক্কর দিচ্ছে বাংলার শাসকদল তৃণমূল। প্রদ্যোৎ মানিক্য দেববর্মার দল 'টিপ্রা মোথা’-র সঙ্গে ত্রিপুরায় জোট বেঁধেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল, অন্যদিকে মেঘালয়ে তৃণমূলের প্রার্থী মুকুল সাংমা। সমীক্ষার রিপোর্ট বলছে, ত্রিপুরায় ভোট কমতে পারে পদ্মশিবিরের।